shono
Advertisement

Breaking News

বিশ্রামেই বিরাট, বাড়ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা

বিশ্রাম দেওয়া হতে পারে আরও কয়েকজন খেলোয়াড়কে।
Posted: 02:53 PM Nov 11, 2021Updated: 02:53 PM Nov 11, 2021

আলাপন সাহা: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি২০ সিরিজের ভারতীয় দল ঘোষণা হয়ে গেলেও টেস্ট দল এখনও ঘোষণা হয়নি। দু’একদিনের মধ্যেই নির্বাচকরা টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিতে পারেন। এমনিতে টেস্ট টিমে তেমন চমক থাকবে না বলেই বোর্ড সূত্রে জানা যাচ্ছে। প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি কে করবেন, সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি ধোঁয়াশা।

Advertisement

প্রথম টেস্টে বিরাট কোহলি (Viral Kohli) যে বিশ্রাম নিতে পারেন, সেটা শোনা যাচ্ছিল। বোর্ড সূত্রে যা জানা গেল, তাতে বিরাট প্রথম টেস্ট খেলবেন না, সেটা নিশ্চিত। প্রথম টেস্টে তিনি বিশ্রাম নেবেন। বিরাট না থাকলে প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি কে করবেন, সেটা নিয়ে বোর্ডে আলোচনা চলছে। টি-টোয়েন্টিতে বিরাটের পর রোহিতকে (Rohit Sharma) অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকেই বলছেন, রোহিতকে প্রথম টেস্টের ক্যাপ্টেন্সিও দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: T-20 World Cup: ব্যাটে ঝড় তুললেন মিচেল-নিশাম, ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড]

কিন্তু অজিঙ্ক রাহানে রয়েছেন। বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিলেন ক্যাপ্টেন রাহানে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঘরের মাঠে ধরমশালায় সিরিজ নির্ণায়ক টেস্টও জিতেছিলেন রাহানে। টেস্ট টিমের সহ-অধিনায়ক তিনি। স্বাভাবিকভাবে বিরাট না থাকলে প্রথা অনুযায়ী, রাহানেরই ক্যাপ্টেন হওয়ার কথা। কিন্তু সমস্যা হচ্ছে রাহানের ফর্ম। ইংল্যান্ড সিরিজে চূড়ান্ত অফ ফর্মে ছিলেন। যদিও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে রান করেছেন। কিন্তু সেটা কতটা বিচার্য হবে, তা বলা যাচ্ছে না।

তবে ক্যাপ্টেন রাহানের সাফল্যও বোর্ড কর্তাদের মাথায় রাখতে হচ্ছে। ফলে কানপুর টেস্টে কে টস করতে যাবেন, সেটা নিয়ে এখনও ভালরকম ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ওই ম্যাচে কে অধিনায়কত্ব করবেন, সেটা এখনও ঠিক হয়নি। বৃহস্পতিবার হয়তো পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে, হয়তো স্থায়ী ভাবেই টেস্টে দলের সহ-অধিনায়কের দায়িত্ব বর্তাতে পারে রোহিতের উপরে।

[আরও পড়ুন: T20 World Cup: শুধু ম্যাচ নয়, সেমিফাইনালে এই কাজটি করে ক্রিকেটপ্রেমীদের মনও জিতলেন কিউয়ি ওপেনার]

বোর্ড সচিব জয় শাহ দুবাইয়ে। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ‌্যায় বুধবার রাতেই দুবাই উড়ে গেলেন। শোনা গেল, বৃহস্পতিবার বোর্ড কর্তারা ছোটখাটো একটা বৈঠক করবেন। তারপরই অধিনায়কের নাম ঘোষণা হতে পারে। এদিকে এমনও শোনা গিয়েছে, প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহ, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ ও মহম্মদ শামিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement