দেবাশিস সেন, লন্ডন: আরও একটি ইনিংস। আরও একটি ব্যর্থতা। আবারও সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত। বিরাট কোহলিকে নিয়ে লাগাতার এই আলোচনায় বিরক্ত টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বক্তব্য, বিরাট কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে এত কথা কেন হবে?
বিরাটের ফর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর লেখালেখি হচ্ছে। তথাকথিত বিশেষজ্ঞরা নিজেদের মতো করে ঘোষণা করে দিয়েছেন, বিরাট কোহলিকে (Virat Kohli) এবার জাতীয় দল থেকে বাদ দেওয়ার সময় এসে গিয়েছে। এমনকী কপিল দেব (Kapil Dev), বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তনরাও বিরাটকে বাদ দেওয়ার পক্ষে। কিন্তু এত সমালোচনা, এত প্রশ্নের মধ্যেও টিম ম্যানেজমেন্ট যে পুরোপুরি বিরাট কোহলির উপর আস্থা রাখছে সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন রোহিত।
[আরও পড়ুন: কন্যাকুমারী থেকে কাশ্মীর ৩৫০০ কিমি ‘ভারত জোড়ো’ যাত্রায় অন্য বিরোধীদেরও চাইছে কংগ্রেস]
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারের পরও কোহলির সমালোচকদের নিয়ে রীতিমতো বিরক্তির সুর শোনা গেল রোহিতের মুখে। লর্ডসে ফের কোহলি রান পাননি, রোহিতও পাননি। তবে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই কোহলিই। ভারত অধিনায়ক বললেন, “কোহলিকে নিয়ে কেন এত কথা হচ্ছে বুঝতে পারছি না। ও এত ম্যাচ খেলেছে। এত বছর ধরে খেলছে। আমার মনে হয় না ওর আর কোনওরকম আশ্বাস দরকার। আগেও বলেছি, ফর্ম ওঠানামা করতেই পারে, কিন্তু ক্রিকেটারের মান বদলায় না। এটা যে কোনও ক্রিকেটারের জীবনের অঙ্গ।”
[আরও পড়ুন: ‘কোনও শব্দকেই নিষিদ্ধ করা হয়নি সংসদে’, বিতর্কের মধ্যেই জানালেন লোকসভার স্পিকার]
ভারত অধিনায়কের (Indian Captain) আশা, খুব শীঘ্রই ফর্মে ফিরবেন বিরাট। তিনি বলছেন, “আমার মনে হয় ও একটা বা দু’টো ইনিংস দূরে। আমি নিশ্চিত যারা ক্রিকেটটা দেখে তারা জানে সব ক্রিকেটারের পারফরম্যান্স ওঠানামা করে। কেউই সব ম্যাচে রান করতে পারে না। আর ভাই একজন এত রান করেছে, এত সেঞ্চুরি করেছে, ওর ব্যাটিং গড় দেখুন। সব ক্রিকেটারের জীবনেই খারাপ সময় আসে। ব্যক্তিগত জীবনেও তো ওঠানামা হয়।” রোহিতের এদিনের বক্তব্যে আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে কোহলির উপর এখনও পূর্ণ আস্থা আছে টিম ম্যানেজমেন্টের।