সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুড়ি-কুড়ির অভিযানে নেমে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। কিন্তু এবার ছুটি শেষ। ওয়ানডে ক্রিকেটে ফের স্বমহিমায় ফিরতে চলেছেন ভারত অধিনায়ক।
বিশ্বকাপের পর কোচের দায়িত্ব থেকে সরে গিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই জায়গায় এসেছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে সাফল্যের সঙ্গেই তাঁর অভিযান শুরু হয়েছে। এবার ওয়ানডে ক্রিকেটের পালা। গম্ভীরের কোচিং এবং রোহিতের নেতৃত্বের ভারত কেমন খেলে, সেদিকে নজর থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের।
[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলে খেলবে?’, লাল-হলুদের প্রতিষ্ঠা দিবসে দেশের তারকা পেসার শামিকে প্রস্তাব]
সেই অভিযান শুরু করার আগে রোহিত বলছেন, "টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছি মনেই হচ্ছে না। মনে হচ্ছে, যেন একটা সিরিজ থেকে বিশ্রাম নিলাম। যেরকম আগেও নিতাম। সামনে আরও বড় টুর্নামেন্ট আছে। সেখানে আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তৈরি থাকতে হবে। আমার মনে হচ্ছে, আমি এখনও পুরোপুরি বাদ পড়িনি সেই লড়াই থেকে।"
[আরও পড়ুন: ‘মেগা অকশন বন্ধ হয়ে গেলে…’, আইপিএলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সৌরভের দলের মালিক]
যদিও এখন অধিনায়কত্বের দায়িত্ব সূর্যের উপর। সেই বিষয়ে হিটম্যানের বক্তব্য, "টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সবে সূর্যের যাত্রা শুরু হল। কিন্তু ওকে এখনও অনেক কাজ করতে হবে।" সেই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজকে তাঁরা হালকাভাবে নিচ্ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নয়, বরং ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চান তাঁরা। ওয়ানডে ক্রিকেটের জন্য রোহিতের সঙ্গে দলে ফিরেছেন বিরাটও। গম্ভীরের সঙ্গে যার দ্বন্দ্ব নিয়ে এক সময় সরগরম থাকত ভারতীয় ক্রিকেট। প্র্যাকটিসে যদিও দুজনকে খোশমেজাজেই দেখা গিয়েছিল।