shono
Advertisement
Rohit Sharma

বউ দেখছে! সবার সামনে 'গোপন কথাটি' ফাঁস করতে নারাজ রোহিত

বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মৃতি মন্ধানার প্রশ্নের উত্তরে কী বললেন রোহিত?
Published By: Arpan DasPosted: 12:48 PM Feb 02, 2025Updated: 12:48 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নাকি এখন আর ভোলেন না! অন্তত এমনটাই দাবি করছেন রোহিত শর্মা। এই ভুলে যাওয়ার বদভ্যাস কয়েক বছর আগেই তিনি ফেলে এসেছেন। তবে এমন একটা কিছু ভুলে গিয়েছিলেন, যা এখন আর সবার সামনে বলতে রাজি নন। কেন? কারণ, তাঁর স্ত্রী ঋতিকা অনুষ্ঠানটি দেখছেন। তারপরই সোশাল মিডিয়ায় গুঞ্জন, কী ভুলে যাওয়ার কথা বলছেন রোহিত?

Advertisement

শনিবার বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোহিত। সেখানে বর্ষসেরা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানার সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। তিনি রোহিতকে প্রশ্ন করেন, সাম্প্রতিক কালে নতুন কি অভ্যাস তৈরি করেছেন, যেটা নিয়ে সতীর্থরা তাঁকে খোঁচা দেন? সেই প্রসঙ্গে উঠে আসে ভারত অধিনায়কের ভুলে যাওয়ার 'বদভ্যাস'-এর কথা।

রোহিত বলেন, "ওরা আমাকে এখনও ভুলে যাওয়া নিয়ে খোঁচা দেয়। তবে সেটা তো আর ইচ্ছা করে করি না। তবে যদি খোঁচা দেওয়ার কথাই ওঠে, তাহলে বলব ওরা আমাকে মানিব্যাগ, পাসপোর্ট ভোলা নিয়ে বলে। এগুলো একদম সত্যি নয়। আর যেগুলো হয়েছে, সেগুলো কয়েক বছর আগে ঘটেছে।"

স্মৃতি তখন রোহিতকে প্রশ্ন করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস ভুলেছেন তিনি? হিটম্যান সেটা পরিষ্কার করে বলতে রাজি নন। তাঁর বক্তব্য, "সেটা আমি বলতে চাই না। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমার স্ত্রী সম্ভবত দেখছে। তাই আমি ওটা এখানে বলব না।" তাঁর উত্তরে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন। তবে ভক্তদের অনুমান, রোহিত হয়তো বিয়ের আংটি হারানোর কথা বলছেন। তিনি একবার তাড়াহুড়োয় বিমান বন্দরে আংটি হারিয়েছিলেন, সেরকম গল্পও শোনা গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোহিত।
  • সেখানে বর্ষসেরা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানার সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন।
  • সেই প্রসঙ্গে উঠে আসে ভারত অধিনায়কের ভুলে যাওয়ার 'বদভ্যাস'-এর কথা।
Advertisement