সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়কের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দলের প্রাক্তন হেডস্যর রবি শাস্ত্রী। ইনিংসের প্রথমদিকে সমস্যায় পড়লেও যেভাবে ফিরে এসে হাফ সেঞ্চুরি করেছেন হিটম্যান, সেই ব্যাটিং দেখে মুগ্ধ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। প্রসঙ্গত, রবিবারের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারে ৫০তম হাফ সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা।
চলতি এশিয়া কাপে(Asia Cup) নেপালের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতীয় অধিনায়ক। তবে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে রান পাননি। শাহিন আফ্রিদির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। রবিবারের ম্যাচেও বেশ চাপে ছিলেন ভারত অধিনায়ক। নাসিম শাহের বিষাক্ত সুইংয়ের সামনে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েন তিনি। পরপর ডট বল খেলে রানের গতিও আটকে ফেলেন। কিন্তু খানিকটা সময় কেটে যেতেই ফের দুরন্ত ছন্দে দেখা যায় ভারত অধিনায়ককে। চারটি ছক্কা ও ৬টি বাউন্ডারি মারেন তিনি।
[আরও পড়ুন: INDIA’র প্রথম কো-অর্ডিনেশন বৈঠকের দিনই তলব! ইডি-র নোটিস অভিষেককে]
রোহিতের ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান রবি শাস্ত্রী। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে তিনি বলেন, “নাসিম শাহের প্রথম ১০টা বলে নাস্তানাবুদ হয়েছিল রোহিত। ব্যাটে বলে করতে চেয়েও পারছিল না। কিন্তু তারপর থেকে যখনই খারাপ বল পেয়েছে, তখনই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছে। একটাও লুজ বল ছাড়েনি। তখন অন্য এক রোহিতকে দেখা গেল। ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, খারাপ বল পেলেই বাউন্ডারি মারবে বলেই পরিকল্পনা করে রেখেছে।”
এদিন দু’টি নজির গড়েন ভারত অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। সেই সঙ্গে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৫০তম হাফসেঞ্চুরিও এসেছে রোহিতের ব্যাট থেকে। তবে ৪২ বলে ৫৬ রান করে আউট হয়ে যান তিনি। শাদাব খানের বলে আগ্রাসী শট খেলতে গিয়েই উইকেট ছুঁড়ে দেন হিটম্যান।