সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সেরা পুল শট কারা মারেন? টুইট করে এই প্রশ্নটিই সমর্থকদের উদ্দেশে ছুঁড়ে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। কিন্তু আইসিসির এই আপাত নির্বিরোধ টুইটেই বাঁধল বিতর্ক। কারণ, সেরা পুলারদের বেছে নেওয়ার জন্য যে বিকল্প আইসিসি দিয়েছিল, তাতে ছিল না টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মার (Rohit Sharma) নাম। আর তাতে বেজায় ক্ষুব্ধ রোহিত। পালটা টুইট করে তিনিও বিঁধলেন আইসিসিকে।
করোনার জেরে বন্ধ সমস্তরকম খেলাধুলা। ব্যতিক্রম নয় ক্রিকেটও। আপাতত সব পর্যায়ের ক্রিকেট খেলাই বন্ধ রেখেছে আইসিসি (International Cricket Council)। এই অবস্থায় সমর্থকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ বজায় রাখতে কখনও পুরনো খেলার হাইলাইটস, তো কখনও মজার প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। রবিবার আইসিসির টুইটার হ্যান্ডল থেকে এমনি একটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। প্রশ্নটি হল, অতীত ও বর্তমান মিলিয়ে সর্বকালের সেরা পুল শট কে মারেন? তাতে অপশন দেওয়া ছিল চারজনের। প্রথমজন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। দ্বিতীয়জন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং, তৃতীয়জন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হারশেল গিবস এবং সবশেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি। তালিকায় নাম ছিল না রোহিত শর্মার।অথচ, রোহিত বর্তমান সময়ের অন্যতম সেরা পুলার। অন্তত বিরাটের থেকে তাঁকে এ বিষয়ে এগিয়েই রাখেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে কুমার সঙ্গকরা, আশঙ্কায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা]
কিন্তু আইসিসি রোহিতের থেকে পুল মারার ক্ষেত্রে বিরাটকেই এগিয়ে রাখে। যাতে রোহিত জনসমক্ষেই ক্ষোভপ্রকাশ করেন। আইসিসির টুইটটিকে রিটুইট করে তিনি বলেন, “মনে হচ্ছে কোনও একটা নাম বাদ পড়ে গিয়েছে। আসলে ঘরে বসে কাজ কড়া তো সহজ নয়।” রোহিত একা নন, আইসিসির এই টুইটে ক্ষুব্ধ অনেকেই। নেটিজেনদের একাংশ বলছেন, সেরা পুলারদের তালিকায় নাম থাকা উচিত ছিল রোহিতের।
The post নাম নেই সেরাদের তালিকায়! আইসিসির টুইটে ক্ষুব্ধ রোহিত শর্মা appeared first on Sangbad Pratidin.