সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা তেমন ইঙ্গিতই দিয়েছেন। তার ফলে রোহিত শর্মাকে নিয়ে চলা যাবতীয় জল্পনা-গুজব দূর হয়ে গেল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরেই খবর ছড়িয়েছিল, রোহিত শর্মার অতিরিক্ত ছুটির দরকার। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (West Indies Series) তাঁকে পাওয়া যাবে না। টেস্ট সিরিজে বিশ্রাম নেবেন রোহিত। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা এই ধরনের গুজবকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, রোহিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন। বিশ্রাম তিনি নেবেন না। ওয়েস্ট ইন্ডিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিতই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে এক মাস ছুটি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সংবাদমাধ্যমে রোহিত সম্পর্কে প্রকাশিত খবর ছিল এরকম, মাসখানেকের ছুটি যথেষ্ট নয় রোহিতের। সেই কারণে অতিরিক্ত ছুটির জন্য নির্বাচকদের কাছে আবেদনও করবেন তিনি। কিন্তু বোর্ডের এক কর্তা জানিয়েছেন, অতিরিক্ত ছুটি নেওয়ার প্রয়োজন নেই হিটম্যানের।
[আরও পড়ুন: ‘আমি যোদ্ধা, দরকার হলে ফের একই কাজ করব’, লাল কার্ড দেখা নিয়ে স্টিমাচের সাফাই]
রোহিত খেললেও, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার এবং জশপ্রীত বুমরাহ ওয়েস্ট ইন্ডিজে খেলবেন না। টেস্ট ফাইনালে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি চেতেশ্বর পূজারা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অবশ্য খেলবেন তিনি।
রোহিতের সময় ভাল যাচ্ছে না। আইপিএলে রোহিতের ব্যাট সেভাবে চলেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও রোহিত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু গত ১২ মাসে ওয়ানডে-তে রোহিতের রেকর্ড কিন্তু বেশ ভাল। ‘হিটম্যান’-এর গড় ৪৯.২৭। ১৩টি ইনিংসে একটি সেঞ্চুরি এবং চারটি পঞ্চাশ করেছেন ভারত অধিনায়ক। এক বোর্ড কর্তা রোহিত প্রসঙ্গে বলেছেন, ”আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রান পায়নি রোহিত। এগুলো বাদ দিলে গত কয়েক মাসে ভালই খেলেছে রোহিত। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি পেয়েছিল রোহিত। ফিটনেসের দিকেও নজর দিচ্ছে। ফর্মের বিচারে ওর সমালোচনা করা হলে, তা কিন্তু ঠিক হবে না।”
এদিকে, নির্বাচকরা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি টেস্টের জন্য সরফরাজ খানকে সুযোগ দিতে চান। ঘরোয়া টুর্নামেন্টে প্রচুর রান করেছেন সরফরাজ। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। এখন দেখার ক্যারিবিয়ান সফরের জন্য যে দল নির্বাচন করা হবে, তাতে সরফরাজ জায়গা পান কিনা।