সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অল আইজ অন রাফা’। নেটদুনিয়ায় ট্রেন্ডিং এই বাক্যটি নিজের সোশাল প্ল্যাটফর্মে পোস্ট করতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হলেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেহ। কার্যত বাধ্য হয়েই পোস্টটি পরে মুছেও ফেলেন তিনি।
যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের রাফায় আশ্রয় নিয়েছে বহু প্যালেস্তিনীয়। তাঁদের সমর্থনে বিশ্বের নানা প্রান্তের মানুষ পোস্ট করছেন ‘অল আইজ অন রাফা’ লিখে। একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে প্যালেস্তিনীয়দের পাশে থাকার বার্তা দেন ঋতিকা। আর সেই পোস্ট নিয়েই দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। অনেকের দাবি, ব্রাহ্মণ পরিবারে বিয়ে হওয়া ঋতিকা কখনও নিজের সম্প্রদায় নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশায় দুঃখপ্রকাশ করেননি। পাক অধিকৃত কাশ্মীরে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার নিয়েও কখনও সরব হননি। অথচ প্যালেস্তিনীয়দের জন্য তাঁর মন কাঁদছে! অন্য এক নেটিজেন বলছেন, ঋতিকা হয়তো রাফার নামও জানেন না। লাইমলাইটে থাকার জন্য দ্বিচারিতা করছেন। এধরনের কটাক্ষ ধেয়ে আসতেই সেই স্টোরি ডিলিট করে দেন ঋতিকা।
[আরও পড়ুন: নরেন-স্মৃতির বিবেকানন্দ রকে মোদির ধ্যান নির্বাচনী বিধিভঙ্গ! অভিযোগ তুলে সরব কংগ্রেস]
তবে ঋতিকা একা নন, ভারতীয় টেনিসসুন্দরী সানিয়া মির্জাও একই পোস্ট করেছেন। যদিও আগেও প্যালেস্তিনীয়দের জন্য সরব হতে দেখা গিয়েছে সানিয়াকে। অজি ক্রিকেটার ট্রেভিস হেডও রাফার ঘটনার প্রতিবাদ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, "প্রত্যেকের প্রাণেরই সমান মূল্য রয়েছে।"
উল্লেখ্য, রবিবার রাতে দক্ষিণ গাজার রাফায় (Rafah) শরণার্থী শিবিরে ইজরায়েলের মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। এহেন ঘটনার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু (Benjamin Netanyahu) দাবি করেন, রাফার হামলা একটি ‘দুঃখজনক ভুল’। শুরুতে ইজরায়েলি সেনা দাবি করেছিল, হামাস জঙ্গিদের ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। নিকেশ হয়েছে বেশ কয়েকজন হামাস কমান্ডার! শরণার্থী শিবিরে এহেন হামলা ঘিরে নিন্দায় সরব বিশ্ব। আর তার পর থেকেই ট্রেন্ডিং ‘অল আইজ অন রাফা’। এই রক্তক্ষয়ী যুদ্ধের ডাক দিয়েছেন অনেকেই।