shono
Advertisement
IPL 2025

আইপিএল ছেড়ে আচমকাই দেশে ফিরলেন রাবাডা, কতটা শাস্তি হবে তারকা পেসারের?

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও খেলতে দেখা যায়নি তাঁকে।
Published By: Prasenjit DuttaPosted: 07:57 PM Apr 03, 2025Updated: 08:02 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন কাগিসো রাবাডা। চলতি আইপিএলে মাত্র দু'টি ম্যাচ খেলেছেন তিনি। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও খেলতে দেখা যায়নি তাঁকে। তারপরেই গুজরাট টাইটান্স বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানায়, দেশে ফিরতে হচ্ছে তারকা পেসারকে।

Advertisement

আরসিবির বিরুদ্ধে টসের সময় গুজরাট অধিনায়ক শুভমান গিল রাবাডার অনুপস্থিতির বিষয়টি জানান। গিল বলেছিলেন, ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই তিনি। পরেরদিনই গুজরাট ফ্যাঞ্চাইজি রাবাডার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছে।

গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, "রাবাডা ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। তিনি আমাদের দলের হয়ে প্রথম দু'টি ম্যাচ খেলেছেন। খুবই জরুরি ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরেছেন।" রাবাডার অনুপস্থিতিতে গুজরাটের বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল হয়ে পড়বে, বলাই বাহুল্য। তবে তিনি কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা, সেই ব্যাপারে এখন অবধি নিশ্চিত করে কিছু জানা যায়নি।

তবে না ফিরলে আইপিএলের নিয়ম অনুসারে শাস্তি কি পেতে পারেন রাবাডা? কী বলছে আইপিএলের নিয়ম? কোনও ক্রিকেটার যদি দল পাওয়ার পর আইপিএল'কে গুডবাই জানায়, তাহলে তাঁকে দু'বছর ব্যান করা হবে। ইংরেজ ক্রিকেটার হ্যারি ব্রুক এমন শাস্তি ইতিমধ্যেই পেয়েছেন। কিন্তু রাবাডা দু'টি ম্যাচ খেলে দেশে ফিরেছেন। তাই রাবাডার ক্ষেত্রে কেমন শাস্তি হতে চলেছে, আপাতত জানা যায়নি। চলতি আইপিএলে দুই ম্যাচে ২ উইকেট পেয়েছেন তিনি। ৩টি ম্যাচে ২টি জয় পেয়েছে গুজরাট। গুজরাটের পরবর্তী ম্যাচ সানরাইরার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ৬ এপ্রিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন কাগিসো রাবাডা।
  • চলতি আইপিএলে মাত্র দু'টি ম্যাচ খেলেছেন তিনি।
  • এ ব্যাপারে গুজরাট টাইটান্স বৃহস্পতিবার একটি বিবৃতিও জারি করেছে।
Advertisement