shono
Advertisement
IPL 2025

আরসিবির বিরুদ্ধে জয়ের পর সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট গিলের, নিশানায় কি কোহলি?

কী এমন লিখলেন গিল?
Published By: Prasenjit DuttaPosted: 04:39 PM Apr 03, 2025Updated: 04:39 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে গিয়ে আরসিবি'কে হারিয়ে এসেছে শুভমান গিলের গুজরাট টাইটান্স। এরপর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন গুজরাটের অধিনায়ক। আর সেই পোস্ট ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, ওই পোস্টে তিনি খোঁচা দিয়েছেন স্বয়ং বিরাট কোহলিকে।

Advertisement

কী লিখেছেন শুভমান? দলের ক্রিকেটারদের উল্লাসের ছবি দিয়ে তিনি লেখেন, 'খেলার দিকেই নজর থাকে, গ্যালারির দিকে নয়।' আর এরপরেই চর্চা শুরু করে দেন নেটিজেনরা। অনেকেই ভেবে বসেন, বেঙ্গালুরুতে আরসিবি'র বিরুদ্ধে জিতে কোহলিকেই হয়তো খোঁচা দিয়েছেন শুভমান।

মাঠের রাজা বিরাট। তিনি নামলেই গ্যালারি মেতে ওঠে। যখন ব্যাটিংয়ের জন্য নামলে দর্শকরা 'বিরাট ধ্বনি'তে তাঁকে স্বাগত জানায়। এমনকী বাউন্ডারি লাইনে তাঁকে ফিল্ডিং করতে দেখে দর্শকরা উচ্ছ্বস গোপন করেন না। বুধবারের ম্যাচও এর ব্যতিক্রম ছিল না। 'বিরাট বিরাট' শব্দব্রহ্মে মুখরিত হয়ে উঠেছিল স্টেডিয়াম। এই পরিবেশে আরসিবি'কে হারিয়েছে গুজরাট। এই কারণেই গিলের পোস্ট নেটিজেনদের ভাবিয়ে তুলেছে।

যদিও তাঁর পোস্টে এর কোনও ব্যাখ্যা দেননি শুভমান। তাই আপাতত জল্পনার স্তরেই রয়েছে তাঁর পোস্ট। যদিও এক নেট নাগরিক লিখলেন, 'ভুবি যখন শুভমান গিলকে আউট করলেন, তখন তুমুল চিৎকার করে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন কোহলি।' তাঁর মতে সায় দিয়ে আরেকজন লেখেন, 'কোহলিকে দেখে ভুবিও অবাক হয়ে গিয়েছিলেন।'

সেই কারণেই তাঁদের ধারণা, ম্যাচ জয়ের পর শুভমান গিল হয়তো এমন 'রহস্যময়' পোস্ট লিখে বিরাট কোহলিকে 'জবাব' দিয়েছেন। প্রসঙ্গত, গুজরাটের বিরুদ্ধে ৮ উইকেটে ম্যাচ হেরে গিয়েছে আরসিবি। বিরাট কোহলি আউট হয়েছেন মাত্র ৭ রানে। গুজরাটের পরবর্তী ম্যাচ সানরাইরার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ৬ এপ্রিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরু গিয়ে আরসিবি'কে হারিয়ে এসেছে শুভমান গিলের গুজরাট টাইটান্স।
  • এরপর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন গুজরাট দলনায়ক।
  • সেই পোস্ট ঘিরে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।
Advertisement