সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে হাসি ফুটল অজিঙ্ক রাহানের মুখে। একগাল হেসে জানালেন, ইডেনের পিচ দেখে খুব খুশি। কিন্তু পছন্দের পিচ পেলেও ভাগ্যের সহায়তা মিলল না নাইট অধিনায়কের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হারলেন রাহানে। জয়ের খোঁজে এদিন প্রথম একাদশে একটি বদল করেছে কেকেআর। মইন আলিকে দলে রাখা হয়েছে স্পেনসার জনসনের পরিবর্তে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করবে নাইটরা।
গত কয়েকদিন ধরে প্রবল ডামাডোল হয়েছে কেকেআরের পিচ ঘিরে। কেকেআরের দাবি মেনে ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। পিচের ঘাস ছেঁটে একেবারে ফ্যাটফেটে করে ফেলেছেন মাঠকর্মীরা। শেষ পর্যন্ত পিচ দেখে খুশি হয়েছেন নাইট অধিনায়ক রাহানে। টসের সময়ে সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে বললেন, "পিচ দেখে আমি খুব খুশি। তবে এই পিচে আমরা প্রথমে বল করতে চেয়েছিলাম।"
তবে সেই পথ বন্ধ করে দিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। বৃহস্পতিবারের ইডেনে টস জিতে সোজা বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। যদিও কামিন্সের মতে, তিনি নাকি মোটেই পিচের চরিত্র বুঝতে পারেন না। তবে খুব একটা ভালো ফর্মে নেই হায়দরাবাদ। পরপর দুই ম্যাচে হেরেছে অরেঞ্জ আর্মি। যদিও সেই নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ কামিন্স। লম্বা টুর্নামেন্টে দলের উপর ভরসা রাখতে চান তিনি। সকলকে চমকে দিয়ে এদিন ট্র্যাভিস হেডকে ছাড়াই নামছে হায়দরাবাদ।
রাহানে জানালেন, পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবেন বলেই তাঁর আশা। ঘরের মাঠে দলের প্রয়োজনমতো সমস্ত কিছু মেলা উচিত বলেই মত নাইট অধিনায়কের। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে ক্রিকেটারদের খেলা উচিত, সাফ বার্তা দিলেন রাহানে।
কেকেআর প্রথম একাদশ: কুইন্টন ডি'কক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
পরিবর্ত: মণীশ পাণ্ডে, বৈভব আরোরা, অনুকূল রায়, রভম্যান পাওয়েল, লভনীত সিসোদিয়া।