shono
Advertisement

Breaking News

ফের আটকে গেল পর্তুগাল, তবে কি রোনাল্ডো যুগের অবসান!

মেসি ও রোনাল্ডোর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে৷ মেসি গেমমেকার৷ কিন্তু রোনাল্ডো গোলটা খুব ভাল চেনেন৷ হাসতে হাসতে গোল করে যান৷ কিন্তু এদিন তেমনটা হল কই? প্রথমার্ধেই তো তিন তিনটে সিটার পেয়ে গিয়েছিলেন পর্তুগিজ স্ট্রাইকার৷ The post ফের আটকে গেল পর্তুগাল, তবে কি রোনাল্ডো যুগের অবসান! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:39 PM Jun 19, 2016Updated: 12:16 PM Jun 19, 2016

প্রসূন বন্দ্যোপাধ্যায়: পর্তুগালের খেলা দেখতে দেখতে একটা সময় সত্যি অবাক হয়ে গিয়েছিলাম৷ পাশেই ছিল ছেলে প্লাতিনি৷ সরাসরি চিমটি কাটতে বলিনি৷ জল দিতে বললাম৷ দেখলাম জেগেই তো আছি৷ তবু যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না৷ এটা পর্তুগালের খেলাই দেখছি তো! সাত নম্বর জার্সি গায়ে মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই তো!
ফুটবলের যে কোনও শিক্ষানবিশ এদিন রাত জেগে বসেছিল ওর খেলা দেখতেই৷ বিশ্ব ফুটবলে সিআর সেভেনই তো প্রথম সারির তারকা৷ কিন্তু বলতে কোনও দ্বিধা নেই, হতাশ হতে হল৷
আমি অত বড় ফুটবলার নই৷ কিন্তু একটা লেভেল পর্যন্ত তো ফুটবল খেলেছি৷ তবু মনে প্রশ্ন জাগছে৷ ওই যাকে বলে কু ডাকা৷ তাহলে কি রোনাল্ডোর যুগ শেষ হয়ে গেল৷ এখনও পর্যন্ত ইউরো কাপে যতগুলো খেলা দেখেছি, তার মধ্যে যে দু’টো দলকে সব থেকে খারাপ লেগেছে, তারা হল তুরস্ক আর অস্ট্রিয়া৷ প্রচণ্ড অনভিজ্ঞ দল৷ যারা নিজেদের ফুটবলারকেই ট্যাকল করছে৷ গোলকিপার সতীর্থর গায়ে বল মেরে কর্নার করছে৷ সেরকম একটা দলের বিরু‌দ্ধেও গোল করতে পারবে না বিশ্বের অন্যতম সেরা ফুটবলার?

Advertisement


মেসি ও রোনাল্ডোর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে৷ মেসি গেমমেকার৷ কিন্তু রোনাল্ডো গোলটা খুব ভাল চেনেন৷ হাসতে হাসতে গোল করে যান৷ কিন্তু এদিন তেমনটা হল কই? প্রথমার্ধেই তো তিন তিনটে সিটার পেয়ে গিয়েছিলেন পর্তুগিজ স্ট্রাইকার৷ ২১ থেকে ৩৭ মিনিটের মধ্যে পাওয়া যে কোনও একটা চান্স থেকেই যেদিন-সেদিন গোল করবেন রোনাল্ডো৷ কিন্তু এদিন তাঁর পুশ বাইরে গেল৷ হেড গোলরক্ষক আলমেরের হাতে৷ দ্বিতীয়ার্ধে আবার পেনাল্টি পেয়েও পোস্টে মেরে বসলেন৷ ৮৪ মিনিটে গোল বাতিল হল অফসাইডে৷ দেশের জার্সি গায়ে ১২৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন৷ যদিও তা স্মরণীয় করে রাখতে পারলেন না৷ সব মিলিয়ে রোনাল্ডোর খেলা দেখে মনে প্রশ্ন আসতে বাধ্য৷ তাহলে কি রোনাল্ডো অসুস্থ? আনফিট? নিজের সেরা সময় থেকে কি এবার তাহলে আস্তে আস্তে দূরে সরে আসছেন? রোনাল্ডোর যা-ই হয়ে থাকুক, এই ড্রয়ের জন্য যে পর্তুগালের শেষ ষোলোয় পৌঁছনো কঠিন হয়ে গেল, তা স্পষ্ট৷


এদিকে, আয়ারল্যান্ডকে হারিয়ে চলতি ইউরোতে জয়ের খাতা খুলল বেলজিয়াম৷ লুকাকুর জোড়া গোল ও এক্সেলের একটি গোলে ৩-০ জেতে বেলজিয়াম৷

The post ফের আটকে গেল পর্তুগাল, তবে কি রোনাল্ডো যুগের অবসান! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement