সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার সাংসদ পদে এবার মনোনীত হলেন রূপা গঙ্গোপাধ্যায়৷ ক্রিকেটার সিধুর পদত্যাগের পর এবার তাঁর জায়গায় রাষ্ট্রপতির কোটায় মনোনীত হবেন তিনি৷
২০১৫ সালে বিজেপিতে যোগ দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী৷ তারপর থেকে রাজ্য বিজেপির অন্যতম মুখ তিনি৷ বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তিনি৷ অভিনয়ের দৌলতেও সর্বভারতীয় পরিচিতিও রয়েছে৷ গোটা দেশ তাঁকে ‘দ্রৌপদী’ নামেই চেনে৷ গত বিধানসভা নির্বাচনে হাওড়া উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ যদিও তৃণমূলের লক্ষীরতন শুক্লার কাছে হার মানতে হয় তাঁকে৷ এবার তাঁকে রাজ্যসভার টিকিট দিল বিজেপি৷
গত জুলাইয়ে বিজেপি থেকে ইস্তফা দেন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু৷ প্রথমে জল্পনা ছড়ায়, আপে যোগ দিচ্ছেন তিনি৷ পরে অবশ্য নিজের দল গঠন করেন এই প্রাক্তন ক্রিকেটার৷ এবার তাঁর জায়গাতেই রূপাকে আনার সিদ্ধান্ত নিল বিজেপি৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কোটাতেই রাজ্যসভায় সাংসদ হতে চলেছেন তিনি৷