shono
Advertisement

Breaking News

আমফান বিধ্বস্ত সুন্দরবনে ফের বাঘদর্শন, বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার

দীর্ঘদিন পর বাঘের দেখা পেয়ে খুশি বনকর্মীরা। The post আমফান বিধ্বস্ত সুন্দরবনে ফের বাঘদর্শন, বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:43 PM Jun 14, 2020Updated: 01:07 PM Jun 14, 2020

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আমফানের বিধ্বস্ত সুন্দরবনে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। শনিবার সন্ধে নামার কিছুক্ষণ আগে কলস দ্বীপের বনি ক্যাম্প এলাকায় বনকর্মীদের ক্যামেরায় ধরা দেয় দক্ষিণরায়। কিছুক্ষণ ঘোরাফেরার পরই ফের গভীর জঙ্গলে চলে যায় সুন্দরবনের সম্রাট।

Advertisement

বনকর্মীদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বনি ক্যাম্পের কাছে মিষ্টি জল খেতে এসেছিল দক্ষিণরায়। সেই সময়ই কর্তব্যরত বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে বাঘটি। ফেন্সিংয়ের ওপারে খাঁড়ির আশপাশ এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। এরপর মিষ্টি জল খেয়ে আবার অদৃশ্য হয়ে যায় গভীর জঙ্গলে। 

[আরও পড়ুন: বিজ্ঞান মঞ্চের ত্রাণ বিলির ছবি সরকারের নামে ফেসবুকে পোস্ট, বিতর্কে তৃণমূল সাংসদ ডেরেক]

সুন্দরবনে বাঘের দেখা পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। দিনের পর দিন অপেক্ষা করলেও দেখা মেলে না তার। বহুদিন অপেক্ষা করেও বাঘের দেখা পান না পর্যটকরা। সেখানে আমফান পরবর্তীতে বনিক্যাম্পের এত কাছে আচমকা দক্ষিণরায়কে চাক্ষুষ করে খুশি বনকর্মীরা।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: কর্মসমিতির সিদ্ধান্ত বদলের অভিযোগ, সাসপেন্ড বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন]

The post আমফান বিধ্বস্ত সুন্দরবনে ফের বাঘদর্শন, বনকর্মীদের ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement