সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে রাখে হরি মারে কে! বহুল প্রচলিত এই প্রবাদই ফের ফিরে এল পাঞ্জাবের (Punjab) পাতিয়ালায় (Patiala)। ট্রেনের তলায় পড়ে যেতে যেতে শেষ মুহূর্তে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক ব্যক্তি। সৌজন্যে এক আরপিএফ কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঘটনাটির ভিডিও।
ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? আসলে ওই ব্যক্তি চেয়েছিলেন চলন্ত ট্রেনে উঠতে। কিন্তু এরপরই পা পিছলে পড়ে যান তিনি। দ্রুতগতিতে তখন এগিয়ে চলেছে ট্রেন। ট্রেনের ভিতরে থাকা এক ব্যক্তির সহায়তায় প্ল্যাটফর্ম ও ট্রেনের মধ্যবর্তী ফাঁকে ঘষটাতে ঘষটাতে এগিয়ে চলেন তিনিও। সেই সময় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন। সেই সময়ই সেখানে হাজির ছিলেন আরপিএফ কনস্টেবল রঘুবীর সিং। তিনি দৌড়তে থাকেন ট্রেনের সঙ্গে সঙ্গে। শেষ পর্যন্ত তাঁর চেষ্টাতেই মৃত্যুর গ্রাস থেকে উদ্ধার পান ওই ব্যক্তি।
[আরও পড়ুন: বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়]
ভিডিওটি ভাইরাল (Viral video) হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ নেটিজেন দেখে ফেলেছেন ভিডিওটি। মৃত্যুর হাত থেকে এমন আশ্চর্য অব্যাহতি দেখে রঘুবীরের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। পাশাপাশি ওই ব্যক্তি যেভাবে ট্রেনে উঠতে চেষ্টা করেছিলেন, তার নিন্দাও করেছেন অনেকে। একজন লিখেছেন, ”কিছু মানুষ কিছুতেই শোধরান না। রোজই এই ধরনের ঘটনা ঘটছে। তবুও চলন্ত ট্রেনে উঠবার চেষ্টা করতে বিপদ বাধান। সেই সঙ্গে স্যালুট ওই আরপিএফ জওয়ানকে যিনি সময়মতো সেখানে হাজির হয়ে গিয়েছিলেন।”
ওই নেটিজেনের আক্ষেপ অমূলক নয়। এই ধরনের নানা ভিডিওই ইন্টারনেটে দেখা যায়, যেখানে একটুর জন্য মৃত্যুর কবলে পড়তে পড়তে বেঁচে ফিরেছেন অনেকে। তবুও যে তার থেকে কেউ শিক্ষা নিতে রাজি নন, তা এই ধরনের নতুন নতুন ভিডিও থেকে পরিষ্কার। এদেশে দুর্ঘটনার কারণে অনেকের মৃত্যু হয়। তার একটা বড় অংশ যে পথচারী ও যাত্রীদের অবহেলার কারণে হয়, সেকথাই যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে এই ভিডিও।