সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করায় জাল টাকার কারবারিদের মাথায় হাত পড়ে গিয়েছে৷ নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে কেন্দ্র এখন এতটাই সতর্ক যে সেগুলি জাল করার মতো প্রযুক্তি এখনও পাকিস্তানের হাতে গিয়ে পৌঁছয়নি৷ তাই আপাতত ৫০ ও ১০০-র মতো ছোট নোট জাল করে জঙ্গিদের অর্থ সাহায্য চালিয়ে যেতে তৎপর ইসলামাবাদ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম কেন্দ্রীয় অর্থমন্ত্রককে উদ্ধৃত করে বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে৷ নোট বাতিলের পর পাকিস্তানের একাধিক জাল ভারতীয় টাকা ছাপার কারখানায় ওভারটাইমে কাজ চলছে৷
তাই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নয়, কেন্দ্রের মাথাব্যথা বাড়াচ্ছে ৫০ ও ১০০ টাকার মতো ছোট অঙ্কের নোট৷ কারণ, বড় নোট জাল করা কার্যত অসম্ভব বুঝে পাকিস্তান এবার ৫০ ও ১০০ টাকার মতো অপেক্ষাকৃত ছোট অঙ্কের নোটগুলি জাল করতে উঠেপড়ে লেগেছে৷ জাল নোট ছাপাতে কোটি কোটি টাকার যন্ত্রপাতিও মজুত ইসলামাবাদে, জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, এতদিন ৫০০, ১০০০ টাকার মতো নোট যাতে জাল না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখত কেন্দ্রীয় অর্থমন্ত্রক, কেন্দ্রীয় ব্যাঙ্ক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ গত ৮ নভেম্বর থেকে সেই সমস্ত নোট বাতিল হয়ে যাওয়ায় আর নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিও নেই৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তান এখন বড় নোট ছেড়ে অপেক্ষাকৃত ছোট নোটগুলি জাল করতে ময়দানে নেমে পড়েছে৷ নিরাপত্তার কড়াকড়ি কম থাকায় ওই নোটগুলি জাল করা সুবিধা, এমনটাই মনে করছে পাকিস্তান৷
সম্প্রতি লোকসভায় একটি খতিয়ান পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো৷ যেখানে বলা হয়েছে, গত চার বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশজুড়ে তল্লাশি চালিয়ে ১৬৭ কোটি টাকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেছে৷ যার মধ্যে অধিকাংশটাই উদ্ধার হয়েছে ৫০০ টাকার নোটে৷ ২৬ লক্ষ জাল নোটের মধ্যে মাত্র ৭.৬ লক্ষ নোট পুরনো ১০০০ টাকার, বাকিটা পুরোটাই পুরনো ৫০০ টাকার নোটে উদ্ধার হয়েছে৷ ভারত-নেপাল ও ভারত-বাংলাদেশ সীমান্ত এই জাল নোট পাচারের স্বর্গরাজ্য বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ গোয়েন্দারা জানিয়েছেন, ‘ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট’ বা এফআইসিএন ছাপতে পাকিস্তানে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে৷ বিনিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকা৷ নোট বাতিল হওয়ায় যা ক্ষতি হয়েছে, তা পূরণ করতে ওই জাল নোট ছাপার কার্যালয়ে ওভারটাইম কাজ চলছে৷ রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই সতর্কতা পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় নতুন সিরিজের ছোট নোট ছাপার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর৷
The post ভারতে দেদার ৫০, ১০০ টাকার জাল নোট ঢোকাচ্ছে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.