সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের ব্যবসায়ী জে শেখর রেড্ডিকে তিরুমালা তিরুপতি দেবাস্থানম বোর্ডের ট্রাস্টি পদ থেকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে হানা দিল আয়কর বিভাগ। শুক্রবার হানা দিয়ে উদ্ধার হয়েছিল ১০৬ কোটি টাকা, সঙ্গে ৩৬ কোটি টাকার সোনা। শনিবার ফের তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ২৪ কোটি টাকা উদ্ধার করেছেন আয়কর বিভাগের অফিসাররা। সবই নতুন ২০০০ টাকার নোটে।
চেন্নাই থেকে ১২৫ কিলোমিটার দূরে ভেলোরের কাছে রেড্ডির টাকা বোঝাই একটি মিনিভ্যান রাস্তায় টহল দিচ্ছিল। সেটি আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল রহস্য ফাঁস হয়ে যায়। রেড্ডিকে জেরা করে তাঁর বাসভবন থেকে উদ্ধার হয়েছে ৫০ কিলোগ্রাম সোনা। আয়কর বিভাগের কর্তারা জানিয়েছেন, কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়ে একা রেড্ডির বাড়ি থেকেই এখনও পর্যন্ত ১৩০.৫০ কোটি টাকা নগদ, ১৭৭ কিলো সোনা যার বাজারদর ৫০.৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। যার মধ্যে প্রায় ৩৪ কোটি টাকাই নতুন ২০০০ টাকার নোটে। বৃহস্পতিবার থেকেই রেড্ডির বাড়িতে দফায় দফায় অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স অফিসারদের হাত থেকে বাঁচতে রেড্ডি তাঁর সহযোগী ঋষি কুমারকে ওই মিনিভ্যান নিয়ে ভেলোরে পালিয়ে যেতে বলেন। ওই মিনিভ্যানের চালক ও ঋষি কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।