shono
Advertisement

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল, ট্রোলের ঝড় নেটদুনিয়ায়

নেট-দুনিয়ায় ট্রোলের তুফান! The post ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল, ট্রোলের ঝড় নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Nov 09, 2016Updated: 02:27 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করায় দেশবাসীর মাথায় হাত৷ কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এ নিয়ে হাসি-ঠাট্টার কোনও খামতি নেই৷ মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর গড়িয়ে চললেও বাতিল নোট নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল ব্যঙ্গ-রসিকতা৷ কী হবে বাতিল নোটগুলির? কাল-পরশু মধ্যবিত্ত বাঙালি বাজার করবে কী করে? এরকম যাবতীয় বিষয় নিয়ে ঘুম ভাঙতেই আম বাঙালির হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে হাসির ফোয়ারা৷ দেখে নেওয়া যাক, তেমনই কিছু মজাদার ট্রোল-মিম!

Advertisement

১. ‘অল ইন্ডিয়া বাকচোদ’-এর ফেসবুক পেজে দ্য উল্ফ অফ দ্য ওয়াল স্ট্রিটের আদলে মোদিকে দালাল স্ট্রিটের উল্ফ বলা হয়েছে-

২. দ্য ইস্ট ইন্ডিয়া কমেডি-র ফেসবুক পেজের এই পোস্টটি ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে-

 

৩. এবার দেখুন ইউ সি ব্রাউজারের মজাদার পোস্টটি-

৪. গ্যাংস অফ বিয়ার্ড -এর টুইটার পেজে মোদির এই সিদ্ধান্তের প্রশংসা করে দাবি করা হয়েছে, সমস্ত বড় সিদ্ধান্তের পিছনেই একজন দাড়িওয়ালা মানুষের হাত থাকে-

৫. বাদাম খাওয়া ছাড়া ৫০০ ও ১০০০ টাকার নোট কোনও কাজেই লাগবে না, এমনটাই কি বলতে চাইছে এই পোস্টটি?

৬. সদ্য মুক্তি পাওয়া সিনেমা ডক্টর স্ট্রেঞ্জ-কেও এ বিষয়ে রেয়াত করেননি নেটিজেনরা-

৭. বাতিল হওয়ার ভয়ে আন্না হাজারে নাকি নিজের নাম পাল্টে ‘দো-হাজারে’ রাখতে চেয়েছেন, এমনটাই বক্তব্য জাদেজার এই প্যারডি অ্যাকাউন্টের-

৮. পিছিয়ে নেই হোয়াটসঅ্যাপও৷ জনপ্রিয় এই মেসেজিং পরিষেবায় গতকাল রাত থেকে ভাইরাল হয়েছে এই ছবি-

৯. ডিজিটাল ওয়ালেট পরিষেবা প্রদানকারী সংস্থার তো পোয়াবারো-

১০. সবশেষে এবার দেখে নিন নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট কেমন দেখতে হবে-

 

শুধু নিজে হাসলে হবে না, পোস্টটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গেও!

The post ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল, ট্রোলের ঝড় নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement