shono
Advertisement

দুদিনের সফরে রাজ্যে মোহন ভাগবত, দেখা করলেন উপেন বিশ্বাস, কল্যাণ চৌবেদের সঙ্গে

রবিবার অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা ভাগবতের।
Posted: 09:02 PM Dec 30, 2023Updated: 09:03 PM Dec 30, 2023

স্টাফ রিপোর্টার: বর্ষশেষে দু’দিনের সফরে কলকাতায় সংঘপ্রধান মোহন ভাগবত। অযোধ‌্যায় রাম মন্দিরের উদ্বোধনের মুখে বাংলায় গেরুয়া শিবিরকে দিশা বাতলে দিতেই ভাগবতের এই সফর বলে সংঘ সূত্রে খবর। সংঘপ্রধানের পাশাপাশি একইদিনে রাজ্যে পা রেখেছেন আরএসএসের (RSS) ‘সেকেন্ড ইন কম‌্যান্ড’ দত্তাত্রেয় হোসাবলে। কলকাতায় নয়, শনি ও রবিবার মধ্য বঙ্গের সংঘ পদাধিকারীদের সঙ্গে দুর্গাপুরে বৈঠক করার সূচি রয়েছে তাঁর।

Advertisement

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুরে অসম থেকে কলকাতায় পৌঁছন সরসংঘচালক ভাগবত। কেশব ভবনে সংঘ পরিবারের বিভিন্ন সংগঠনের শীর্ষ পদাধিকারীদের কাছে বিভিন্ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর তিনি নেন বলে জানা গিয়েছে। রাতে রাজ্যের একসময়ের মন্ত্রী, প্রাক্তন সিবিআই (CBI) অধিকর্তা উপেন বিশ্বাস ও এআইএফএফ সভাপতি কল‌্যান চৌবের বাড়ি যান তিনি।

[আরও পড়ুন: এশিয়ান কাপের দল ঘোষিত, প্রীতমের কামব্যাক, স্টিমাচের দলে মাত্র দুজন বঙ্গসন্তান]

রবিবার, বর্ষশেষের দিন সঙ্ঘের সব শাখা সংগঠনগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করার কথা ভাগবতের। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির (BJP) নেতারাও। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে রাজ‌্যজুড়ে হিন্দুত্বের জাগরণ ও গেরুয়া রাজনীতির দিক নির্দেশ করতেই এই সমন্বয় বৈঠক। বৈঠকের পর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা ভাগবতের।

[আরও পড়ুন: বাংলা থেকে অযোধ্যায় পদ্ম কর্মীদের জন্য বিশেষ ট্রেন, ‘ঘর ঘর যাত্রা’ বঙ্গেও]

সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যোগাযোগের অভিযোগ তুলে খবরের শিরোনামে আসেন উপেন। আবার ১৯৯১-এর লোকসভা ভোটে বিজেপির টিকিটে কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রে প্রার্থী‌ ছিলেন ভিক্টর। তিনিই ছিলেন রাজ্যে বিজেপির প্রথম তারকা প্রার্থী। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন ‘সংস্কার ভারতী’র রাজ্য সভাপতিও ছিলেন তিনি। অন‌্যদিকে গত বিধানসভা ভোটে কলকাতার মানিকতলা আসনে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement