সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সদ্যই বিয়ে করেছেন? আপনার আদর্শ পরিবার সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে? উত্তরটা ‘না’ হলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই৷ আপনার সংশয় মেটাতে আসরে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷ কারণ, এবার আদর্শ ভারতীয় পরিবার গড়ে তোলার প্রশিক্ষণ দেবে ওই সংগঠন৷
[আরও পড়ুন: গলা ডোবা জলে গামলা মাথায় একরত্তিকে উদ্ধার, ‘সুপার হিরো’ গুজরাটের পুলিশকর্মী]
আগামী ৪ আগস্ট থানের কালওয়ায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে৷ জানা গিয়েছে, তাতে অন্তত ২০ জন সদ্য বিবাহিত দম্পতির যোগদানের কথা৷ কারও বিয়ের বয়স তিন বছর বা তার কম হলেও এই কর্মশালায় যোগ দেওয়া যেতেই পারে৷ কিন্তু এখন প্রশ্ন হল ওই ওয়ার্কশপে ঠিক কী প্রশিক্ষণ দেওয়া হবে? সূত্রের খবর, নৈশভোজের জন্য কিছু টিপস দেওয়া হতে পারে৷ আরএসএস-এর সদস্যদের বক্তব্য অনুযায়ী, সপ্তাহে কমপক্ষে একদিন পরিবারের সবাই একসঙ্গে নৈশভোজে শামিল হওয়া উচিত৷ তাতে পরিজনদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হয়৷ এই টিপসই আরও একবার ওই কর্মশালায় শেখানো হবে৷
বর্তমান প্রজন্মে যুবক-যুবতীরা বিয়ের পরেই গর্ভধারণ করতে চান না৷ পরিবার পরিকল্পনা করতে করতেই বেশ কয়েকবছর কাটিয়ে দেন দম্পতিরা৷ সূত্রের খবর, আরএসএস-এর ওই কর্মশালায় সন্তানধারণের প্রসঙ্গ নিয়েও আলোচনা করা হবে৷ ঠিক কোন সময়ে সন্তানধারণ করা উচিত, সে বিষয়টিও আলোচনা হবে কর্মশালায়৷ বিয়ের পর সন্তানের জন্ম দিতে যাতে দেরি না করা হয়, সেই উপদেশও নাকি দেওয়া হবে নবদম্পতিদের৷
[আরও পড়ুন: কাশ্মীরে মোতায়েন আরও ২৮ হাজার জওয়ান, ‘অন্য মতলব’ দেখছেন ওমর]
প্রাচীন ভারতীয় রীতিনীতি মেনে আদর্শ হিন্দু পরিবার গড়ে তোলার উদ্যোগে আয়োজিত কর্মশালার খবর বর্তমানে প্রায় সবার মুখে মুখে ঘুরছে৷ তবে হিন্দুত্ববাদী সংগঠনের এই উদ্যোগের বিরোধিতা করেছে নারীবাদী সংগঠনগুলি। প্রতিবাদে সরব অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক উইমেনস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারিয়ম ধাওয়ালে৷ তিনি বলেন, ‘‘এভাবে আরএসএস ভারতীয় মহিলাদের প্রাচীন পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার মধ্যে আটকে ফেলতে চাইছে৷’’