shono
Advertisement

Breaking News

Rubina Dilaik: জোড়া লক্ষ্মী এল টেলিপর্দার ‘ছোটি বহু’র ঘরে! মা হলেন রুবিনা দিলাইক

অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই ফাঁস খবর।
Posted: 05:05 PM Dec 17, 2023Updated: 05:05 PM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুবিনা দিলাইকের ঘরে জোড়া লক্ষ্মী এসেছে! রবিবাসরীয় দুপুরেই এল সুখবর। টেলিপর্দার জনপ্রিয় ‘ছোটি বহু’র মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশিতে ডগমগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাবন্ধুরা। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফেই রুবিনার যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

Advertisement

চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী। সেই সময়ে স্বামী অভিনব শুক্লার সঙ্গে বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন রুবিনা। সেই সাহসী ফটোশুট নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। হবু মায়ের পরনে ছিল সাদা কাচুলি। অনাবৃত স্ফিতোদর। চোখেমুখে মাতৃত্বের ঝলক যেন ঠিকরে পড়ছিল। পুরোদস্তুর স্বামী সোহাগী অবতারেই ধরা দিয়েছিলেন রুবিনা। এবার যমজ সন্তানের মা হওয়ার খবর শোনা গেল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনওরকম বার্তা দেননি মা-বাবা রুবিনা-অভিনবর কেউই। তবে বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তারকাজুটির যমজ কন্য়াসন্তানই হয়েছে।

[আরও পড়ুন: ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ! হুডখোলা ভিন্টেজ গাড়িতে রাতের কলকাতা ঘুরে গৃহপ্রবেশ বউমা দর্শনার]

রুবিনা দিলাইকের জিম ট্রেনার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানানোর সময়েই যমজ কন্যাসন্তানের মেয়ের কথা উল্লেখ করেন। যদিও পরে সেই টুইট মুছে ফেলেন। তবে ততক্ষণে সেই খবর ভাইরাল হয়ে গিয়েছে। কখন রুবিনা-অভিনবরা আনুষ্ঠানিকভাবে সেই খবর দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলাইক। ‘ছোটি বহু’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত তিনি। পাশাপাশি ‘বিগ বস ১৪’র বিজয়িনীও রুবিনা দিলাইক। স্বামী অভিনব শুক্লাও পরিচিত মুখ।

[আরও পড়ুন: কাপুর-ভাট পরিবারের নয়নমণি রাহা, মেয়েকে কী বলে ডাকেন রণবীর-আলিয়া? প্রকাশ্যে মিষ্টি নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement