shono
Advertisement

শিশুমৃত্যুর আঁচ বিধানসভায়, মুলতুবি প্রস্তাব চেয়ে হট্টগোল বিজেপির, পালটা দিল তৃণমূলও

বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
Posted: 02:05 PM Mar 09, 2023Updated: 02:05 PM Mar 09, 2023

নব্য়েন্দু হাজরা: একের পর এক শিশুর মৃত্যুর আঁচ পৌঁছল বিধানসভায়। অ্য়াডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে সরব বিরোধীরা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা নিয়ে অভিযোগ তুলে বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। হই-হট্টগোল করতে করতে এসে কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

Advertisement

বুধবার বিধানসভায় অধিবেশনের শুরুতেই রাজ্য়ে শিশুমৃত্যু নিয়ে সরব হন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁর প্রশ্ন, কেন একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে রাজ্যে? স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতা নিয়েও সরব হন তিনি। মুলতুবি প্রস্তাব জমা দেন শংকর। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলেন, এখানে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। ওঁর বিবৃতি দেওয়া উচিত। পালটা সরব হন স্বাস্থ্যমন্ত্রী।

[আরও পড়ুন: মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা?]

স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গত ৬ ফেব্রুয়ারি অ্য়াডিনো ভাইরাস নিয়ে যাবতীয় তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই বিষয় বারবার একই তথ্য দেওয়ার অর্থ নেই। এরপরই বিরোধী দলনেতাকে নিশানা করে বলেন, “পরিষদীয় রাজনীতি করতে হলে তার রীতিনীতিগুলি জানা উচিত। যখন এবিষয়ে বলা হয়েছে, তখন বিরোধী দলনেতার উপস্থিত থাকা দরকার ছিল। আর যদি উপস্থিত থাকেন তাহলে মন দিয়ে বিষয়টি শোনা উচিত ছিল। পরিষদীয় রাজনীতি করলে নিয়ম মানতে হয়।” পালটা বিরোধী দলনেতা বলেন, “জ্ঞান শুনতে চাইনি।” চন্দ্রিমার জবাব, “শুনতে যখন চেয়েছেন তখন বলবই।” 

হই-হট্টগোল শুরু করে দেয় বিজেপি বিধায়করা। রাজ্য সরকারের বিরোধী স্লোগান দিতে দিতে কক্ষত্যাগ করে তাঁরা। 

[আরও পড়ুন: এবার জেলের ‘ঘানি টানা’ তেল বিকোবে খোলাবাজারে, দাম জানেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement