shono
Advertisement

Breaking News

ফের রুদ্রনীলের কণ্ঠে ‘অনুমাধব দুই’ছড়া, এবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ভিডিও

ছড়ার কিছু অংশ বৃহস্পতিবার রুদ্রনীল শুনিয়েছিলেন। এবার গোটা ছড়ার ভিডিও আপলোড করেছেন।
Posted: 06:36 PM Aug 12, 2022Updated: 06:43 PM Aug 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। গ্রেপ্তারির পরই তাঁকে নিয়ে ছড়া বাঁধেন রুদ্রনীল ঘোষ (Rudrnail Ghosh)। সেই ছড়ার কিছু অংশ তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরেন। এবার গোটা ছড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। নতুনভাবে ‘অনুমাধব দুই’ ছড়া পরিবেশন করলেন তারকা রাজনীতিবিদ। 

Advertisement

অনুমাধব, অনুমাধব… কেমন আছো ভাল?
মনখারাপের এই বাজারে দু’টো গল্প শোনাই চলো
বুঝলে! পুজোর আগেই ঢাকে কাঠি,সবার মুখে হাসি
চড়াম চড়াম ঢাক বাজাবে এবার বঙ্গবাসী
নিশ্চিন্তে ঘুরবে গরু বাংলার মাঠে-ঘাটে   

এমন কথা নিজের ছড়ায় লিখেছেন রুদ্রনীল। “ধর্মের কল বাতাস নাড়ায়, সময় পাকায় সলতে”, এমন লাইনও নিজের ছড়ায় ব্যবহার করেছেন তিনি। যোগীন্দ্রনাথ সরকারের লেখা ‘হারাধনের দশটি ছেলে’র উপমা নিজের ছড়ায় ব্যবহার করেছেন রুদ্রনীল। ত্রাণের চালে বিরিয়ানি তৈরি করার অভিযোগও করেছেন। 

[আরও পড়ুন: ‘লাল সিং চড্ডা’ যেন ‘পিকে’রই ছায়া, নাম ভূমিকায় হতাশ করলেন আমির]

প্রতিবারের মতো সাদা-কালোর আবহেই কবিতার ভিডিও আপলোড করেছেন রুদ্রনীল। তাতে ‘অপা’ কাণ্ড অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের উল্লেখও করেছেন গেরুয়া শিবিরের তারকা নেতা। তারপরই আবার লিখেছেন, 

হে বঙ্গবাসী! চড়াম চড়াম বাদ্যি বাজে সামনে দুর্গাপুজো
ঝলমলে কোটি টাকার প্যান্ডেলেতে ওই গরুচোরদের খুঁজো
ওই কোটি টাকার প্যান্ডেলেতে সব গরুচোরদের খুঁজো
অনুমাধব, অনুমাধব কী হল তোমার চোখে জল
পাচ্ছ দেখতে মানুষ লোটার করুণ ফলাফল

এই প্রথম নয়, এর আগেও নানা সময়, নানা কাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে কবিতা পাঠ করেছেন রুদ্রনীল। কয়েকদিন আগেও ২১ জুলাই এবং অর্পিতা ও পার্থ ইস্যুতে কবিতা পাঠ করেছিলেন তিনি। সেই কবিতায় উঠে এসেছিল, ”২১ জুলাই মঞ্চ থেকে বেচল দিদি মুড়ি, ২২ জুলাই অর্পিতাদের ফ্ল্যাটে কোটি কুড়ি। মুড়ি বেচার টাকা নাকি চাকরি চুরির টাকা, বলি ও দিদিভাই জবাব তো দিন, মালিক তো আপনি একা। ২০ কোটির নোটের পাহাড় দেখল বঙ্গবাসী, অর্পিতাদের উন্নয়নে আমার দিদি খুশি, তৃণমূলের দুর্গাপুজোয় অর্পিতারাই মুখ, নেতার কাছের মানুষ হলেই পাবে অপার সুখ…লজ্জা, ঘেন্না, শিকেয় তুলে লুটছে অবিরত…”

[আরও পড়ুন: ‘আমি জেভিয়ার্স নই, উমেশ চন্দ্র!’ অধ্যাপিকার বিকিনি কাণ্ড নিয়ে কটাক্ষ মীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement