সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবির হয়ে আইপিএল (IPL 2024) খেলতে নামছেন জোফ্রা আর্চার? আইপিএল শুরুর সপ্তাহখানেক আগেই ইংরেজ তারকার পোস্টে তুমুল জল্পনা। আইপিএলের নিলামে কোনও দল পাননি ইংরেজ পেসার। সেই জন্যই আরও বেশি করে উসকে গিয়েছে নতুন জল্পনা।
দিন কয়েক আগেই কর্নাটকে বোলিং করতে দেখা যায় আর্চারকে (Jofra Archer)। তাঁর কাউন্টি দল সাসেক্স এদেশে ১০ দিনের প্রি সিজনে এসেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে কর্নাটক দলে পরিবর্ত হিসেবে খেলেন ইংল্যান্ডের তারকা পেসার। কর্নাটক দলে অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ভিড়। সেই দলের হয়েই নিজের কাউন্টি ক্লাব সাসেক্সের বিরুদ্ধে নামেন আর্চার। দুদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন বল করেননি আর্চার। দ্বিতীয় দিন বল করেন তিনি। সাসেক্সের দুই সতীর্থকে আউট করেন ইংল্যান্ডের এই তারকা পেসার। প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে থাকার পরে কর্নাটকের হয়েই তাঁর আগুনে কামব্যাক।
[আরও পড়ুন: বিতর্ক সরিয়ে মুম্বইকে চ্যাম্পিয়ন করাতে পারবেন হার্দিক-রোহিত? একনজরে শক্তি-দুর্বলতা]
আইপিএলেও গত দুই বছর দেখা যায়নি জোফ্রাকে। মুম্বইয়ের দলে থাকলেও চোটের কারণে ২০২২ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। পরের মরশুমে মাত্র ৪টি ম্যাচ খেলে আবারও চোটের সমস্যায় সরে দাঁড়াতে হয় তাঁকে। এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় মুম্বই। কোনও দলই তাঁকে কেনেনি। ফলে আইপিএলে জোফ্রাকে দেখা যাবে না বলেই ধরে নিয়েছিল ক্রিকেটমহল। তবে আইপিএলের ঠিক আগেই দুরন্ত বোলিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন ইংরেজ তারকা পেসার।
এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জোফ্রা কি আইপিএলে খেলতে পারেন? সেই জল্পনা উসকে দিয়েছেন ইংরেজ তারকা নিজেই। রবিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। বেঙ্গালুরুর আরসিবি (RCB) বার অ্যান্ড ক্যাফেতে গিয়েছিলেন তিনি। সেই ছবিই ইনস্টাগ্রামে দেন। তার পর থেকেই আরসিবি ভক্তদের আশা, হয়তো লাল-কালো জার্সিতে দেখা যেতে পারে জোফ্রাকে। প্রসঙ্গত, আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে আরসিবি। সেখানে কি জোফ্রা খেলবেন? চর্চা তুঙ্গে।