সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা স্পিনার অমিত মিশ্রর নামে আচমকাই গার্হস্থ্য হিংসার অভিযোগ। একাধিক সংবাদমাধ্যমে এই নিয়ে খবরও করে। তাতেই বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেটার। তাঁর সাফ বক্তব্য, তিনি অবিবাহিত। তাহলে এই অভিযোগ উঠছে কীভাবে? তার সঙ্গে সোশাল মিডিয়ায় অমিত ক্ষোভ উগড়ে জানিয়েছেন, উপযুক্ত পদক্ষেপ নেবেন।
ঘটনার সূত্রপাত, অমিত মিশ্রকে নিয়ে তৈরি হওয়া গার্হস্থ্য হিংসার খবরে। যেখানে বলা হয়, অমিত ও তাঁর পরিবারের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা ও একটি গাড়ির পণ আদায়ের জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর 'স্ত্রী' এই জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও চেয়েছে। অনেক সংবাদমাধ্যমে অমিত মিশ্রর ছবিও ব্যবহার করা হয়। ভারতীয় স্পিনারের রাগ এই ছবি ব্যবহার করা নিয়েই। গার্হস্থ্য হিংসায় একই নামের কেউ অভিযুক্ত হতে পারেন, কিন্তু তাঁর ছবি কেন ব্যবহার করা হল?
সেই নিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'সংবাদমাধ্যমে যে খবর চলছে, তাতে আমি খুবই হতাশ। আমি সব সময় সংবাদমাধ্যমকে সম্মান করেছি। এই খবরটা সত্যি হতেই পারে, কিন্তু আমার ছবি ব্যবহার করা ঠিক হয়নি। অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে আমার ছবি ব্যবহার করে এই ধরনের ঘটনা এখনই বন্ধ করা উচিত। নাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।' সেই সঙ্গে তিনি কিছু সংবাদমাধ্যমকেও ট্যাগ করেছেন।
পরে সংবাদমাধ্যমকে ৪২ বছর বয়সি ক্রিকেটার বলেন, "আমার ছবি ব্যবহার করে ভুয়ো গল্প ছড়ানো হচ্ছে। আমি অবিবাহিত। সেটা সবাই জানে। গোটা ঘটনায় আমি ও আমার পরিবার যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে। এটাকে সাংবাদিকতা বলে না।" দেশের হয়ে ২২টি টেস্ট ও ৩৬টি ওয়ানডে খেলেছেন অমিত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের মতো দলে খেলেছেন তিনি।
