shono
Advertisement
MS Dhoni

শক্তি বাড়াতে দিনে পাঁচ লিটার দুধ খেতেন? অবশেষে মুখ খুললেন ধোনি

পাঁচ লিটার দুধ খাওয়া নিয়ে প্রশ্ন শুনেই হেসে ফেললেন ধোনি।
Published By: Subhajit MandalPosted: 09:40 PM Apr 22, 2025Updated: 09:40 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় শোনা যেত, দিনে এক বালতি দুধ খান তিনি। তাই এত গায়ের জোর। পরে সেটাই খানিক বদল আসে। জনশ্রুতি হয়, এক বালতি না হলেও অন্তত লিটার পাঁচেক দুধ তাঁর চাই-ই চাই। কথা হচ্ছে, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তাঁর দুধ খাওয়া নিয়ে বিস্তর জনশ্রুতি শোনা যায়। কিন্তু যা শোনা যায়, সব কি সত্যি হয়? অনেক মিথ, অনেক জনশ্রুতিই সত্যি হয় না। এই মিথটিও তেমন সত্যি নয়। ক্যাপ্টেন কুল খোদ সেটা ফাঁস করেছেন।

Advertisement

সিএসকে অধিনায়ক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁকে পাঁচ লিটার দুধ খাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নটি শুনেই হেসে ফেলেন মাহি। তিনি রহস্য ফাঁস করে বলেন, "পাঁচ লিটার! এত দুধ খাওয়া কোনও মানুষের পক্ষেই সম্ভব নয়। আমি দুধ খেতাম ঠিকই। লিটার খানেক। সেটা গোটা দিনে। ধোনিকে নিয়ে আরও একটি গুজব শোনা যায়। তিনি নাকি ওয়াশিং মেশিনে লস্যি বানিয়ে খান। মাহি সেই গুজবও উড়িয়ে দেন। সিএসকে অধিনায়ক বলেন, "আসল কথা হল আমি লস্যিই খাই না।"

আসলে কেরিয়ারের গোঁড়ার দিকে ধোনির লম্বা চুল আর হেলিকপ্টার শট নিয়ে বহু মিথ তৈরি হয়েছিল। এত জোরে কীভাবে ছক্কা হাঁকান মাহি? সে প্রশ্নে একসময় রীতিমতো চর্চা হয়েছে ক্রিকেট মহলে। সেসময় মিথ ছড়িয়ে পড়ে, দিনে ৫ লিটার দুধ আর লস্যি খেয়েই শক্তি বাড়ান মাহি। এমনকী ধোনির দুধ খাওয়া নিয়ে বিজ্ঞাপনও তৈরি হয়। এতদিন বাদে এসে মাহি সেসব মিথ ভেঙে উড়িয়ে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিএসকে অধিনায়ক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
  • সেখানে তাঁকে পাঁচ লিটার দুধ খাওয়া নিয়ে প্রশ্ন করা হয়।
  • প্রশ্নটি শুনেই হেসে ফেলেন মাহি।
Advertisement