সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটার ইনিংসের শুরুটাই করেছেন ছক্কা মেরে। আইপিএল মহা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তখন তাঁর বয়স ছিল ১৩। কিন্তু বৈভব যদি পাকিস্তানের ক্রিকেটার হত, তাহলে কী হত? সেই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন পাক অধিনায়ক বাসিত আলি।
বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তার পর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে রনজিতে অভিষেক হয় তার। আর আইপিএল অভিষেকেই ২০ বলে ৩৪ রান করে বৈভব। রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, তারা খুব সাবধানে খেলাতে চায় বৈভবকে।
আর পাকিস্তান হলে কী হত? বাসিত আলি বলছেন, "পাকিস্তান হলে লোকজন বলত, এখনই ওকে বের করে দাও। মাত্র ১৪ বছর বয়সে যেভাবে বৈভব সূর্যবংশী ছয় মারল, সেটা তো মুখের কথা নয়। ও যদি পাকিস্তানি হত, আর প্রথম বলেই ছয় মারতে যেত, তাহলে এখানের লোকেরা কী বলত জানেন? বলত, এখনই ওকে বাদ দাও। কিন্তু ভারতে ও আত্মবিশ্বাস পাচ্ছে। সেটাই পরে কাজে লাগবে।"
ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটের কোথায় তফাৎ, সেটা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন তিনি। প্রাক্তন পাক তারকা বলেন, "অভিষেক শর্মা, তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের মতো তরুণ প্রতিভাদের দেখুন। তাঁদের খোলা মনে খেলতে দেওয়া হয়েছে। আত্মবিশ্বাস দেওয়া হয়েছে। বিরাট কোহলি বা রোহিত শর্মার পাশে তারা খেলতে পারে। সেই কারণে ওরা সেরা হয়ে উঠেছে।"
