সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে শব্দদৈত্যের তাণ্ডব। বাজেয়াপ্ত করা হয়েছে ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি। কিন্তু তাতেও রেহাই মেলেনি। শব্দবাজির অত্যাচারে জেরবার হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও তাঁর পরিবার। পোষ্যদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ ছিল। পোষ্যদের বাঁচাতে পুলিশের দ্বারস্থ হতে হয় অভিনেত্রীকে।
সোশাল মিডিয়ায় লাইভ করে নিজের অসুবিধার কথা জানান রূপাঞ্জনা। অভিনেত্রীর পাশের বাড়িতে কালীপুজো হয়েছিল। বিকেল পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সন্ধ্যা হতেই তারস্বরে ব্যান্ড পার্টির বাজনা শুরু হয়ে যায় বলে অভিযোগ। শব্দবাজিও ফাটতে থাকে বলে দাবি। অভিনেত্রী জানান, টানা সাত ঘণ্টা ধরে তাঁদের এই অত্যাচার সহ্য করতে হচ্ছে। তাঁর পরিবারের চারপেয়ে সদস্যরা প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে।
গত বছরের কালীপুজোয় বাড়িতে ছিলেন না রূপাঞ্জনা। তাই তিনি বুঝতে পারেননি বিষয়টি এতটা মারাত্মক হয়। রূপাঞ্জনার লাইভ ভিডিওতে তাঁর স্বামী রাতুল জানান পুলিশে ফোন করা হয়েছিল। ফোন রিং হয়ে যাচ্ছে। প্রবল বিরক্তি প্রকাশ করেন রূপাঞ্জনা। জানান, কীভাবে একজনের আনন্দ অন্যজনের নিরানন্দের কারণ হয়ে উঠেছে।
শনিবার ফেসবুকে রূপাঞ্জনা লেখেন, 'গতকাল (শুক্রবার) রাতে লালবাজার থানার কন্ট্রোল রুমের নম্বরে ফোন করার পর তারা লোক পাঠায় আর ওরা যোগাযোগে ছিল এবং তার পরও ফলোআপ করে গেছে। রাত বারোটা পার হয়ে যাওয়ার পরও বেশ কিছু বাজি চূড়ান্ত আওয়াজে ফাটছিল, তার পর হঠাৎ সব চুপ হয়ে গেল... আমরা বুঝলাম বোধহয় এবার একটু রক্ষা পেলাম, এর পর দেখা যাক... সিভিল রাইটসের লড়াই চলবে এভাবেই, আপনারা সঙ্গে থাকবেন।