মেরুন বেনারসিতে 'লক্ষ্মীমন্ত' কনে রূপসা, বর কেমন সাজলেন? দেখুন অ্যালবাম
ছাদনাতলা থেকে ফাঁস টেলি অভিনেত্রী রূপসার ছবি।
Tap to expand
আশ্বিনের শারদপ্রাতে যেখানে পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে, সেখানে এই শারদোৎসবের আবহেই মনের মানুষকে নিয়ে ছাদনাতলায় রূপসা চট্টোপাধ্যায়।
Tap to expand
গত বছর ডিসেম্বরে সেরেছেন সই বিয়ে। আর এবার একেবারে ছাদনাতলায়। বুধবার মেহেন্দি অনুষ্ঠান সেরেছেন টেলি অভিনেত্রী
Tap to expand
এবার কনে সাজেও নজর কাড়লেন তিনি। ঠিক যেন 'লক্ষ্মীমন্ত বউমা'।
Tap to expand
চিরাচরিত লাল নয়, পরনে মেরুন বেনারসি। সর্বাঙ্গে সোনার গয়নায় রূপসার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
Tap to expand
অন্যদিকে বর সায়নদীপ সরকারেরও রং মিলান্তি ধুতি বেছে নিয়েছেন। পরনে তাঁর ঘিয়ে রঙের পাঞ্জাবি।
Tap to expand
বর-কনে রূপে নজর কাড়লেন রূপসা-সায়নদীপ। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের কার্ড শেয়ার করেছিলেন রূপসা। যেখানে তাঁর মায়ের একটি ছবি ছিল, আর সঙ্গে বিয়ের আমন্ত্রণপত্র।
Tap to expand
সেখানে একটি মিষ্টি ক্যাপশন, ‘আমার বিয়ের কার্ড! আমার স্বপ্ন! সব সেট! শাদি ইনকামিং। দারুণ উত্তেজিত।’ গত বছর ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনই আইনি বিয়ে সারেন তাঁরা। এবার ছাদনাতলায়। (ছবি : বার্ডলেন্স ক্রিয়েশন)
Published By: Sandipta BhanjaPosted: 09:15 PM Oct 03, 2024Updated: 09:31 PM Oct 03, 2024
ছাদনাতলা থেকে ফাঁস টেলি অভিনেত্রী রূপসার ছবি।