shono
Advertisement

যুদ্ধ শুরুর পরে সবচেয়ে বড় আঘাত, মাঝরাতে ইউক্রেনের আকাশে বিপুল সংখ্যক রুশ ড্রোন

হামলার পরে অন্ধকারে ডুবে ইউক্রেনের অধিকাংশ, জানালেন জেলেনস্কি।
Posted: 04:43 PM Dec 30, 2022Updated: 04:43 PM Dec 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে ইউক্রেনের (Ukraine) উপর ড্রোন হামলা চালাল রাশিয়া। শুক্রবার ভোররাতে মোট ১৬টি ড্রোন ইউক্রেনের আকাশসীমায় ঢুকে পড়ে। প্রায় দু’ঘণ্টা ধরে ইউক্রেনের আকাশে ঘোরাফেরা করে রাশিয়ার ড্রোন। তবে জানা গিয়েছে, প্রত্যেকটি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বায়ুসেনা। বিশেষজ্ঞদের অনুমান, ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণ চালানোর পরে আকাশপথে এত বড় হামলা করেনি রাশিয়া। কিছুদিন আগে রুশ (Russia) প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মুখে যুদ্ধ বন্ধ করার কথা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে পুতিনের সেনা।

Advertisement

শুক্রবারের হামলার খবর জানিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেনের বায়ুসেনা। সেখানে বলা হয়েছে, “২৯ ও ৩০ ডিসেম্বরের রাতে ইউক্রেনের উপর আক্রমণ চালায় শত্রুপক্ষ। ইরানে তৈরি কামিকাজে ড্রোন ঢুকে পড়ে ইউক্রেনের আকাশে। দেশের উত্তর আর দক্ষিণ-পূর্ব দিক থেকে ড্রোনগুলি ঢুকেছিল। প্রায় দু’ঘণ্টা ধরে এয়ার অ্যালার্ট জারি করে হয় গোটা ইউক্রেন জুড়ে। মোট ১৬টি ড্রোনের প্রত্যেকটিই ধ্বংস করেছে ইউক্রেনের সেনা।” আরও জানা গিয়েছে, শুধুমাত্র রাজধানী কিয়েভ লক্ষ্য করেই ৭টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।

[আরও পড়ুন:বাড়ল সাজার মেয়াদ, মোট ৩৩ বছরের জেল মায়ানমারের নেত্রী সু কি’র]

বৃহস্পতিবারই ইউক্রেনের একাধিক শহরে ১২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল রাশিয়া। কিয়েভ ছাড়াও ওডেসা, লিভিভ, ঝাইতোমির শহরেও হামলা হয়েছে। কিয়েভে তিনজনের গুরুতর আহত হওয়ার কথা জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১৪ বছরের এক কিশোরীও রয়েছে। এদিকে বুধবারও রাশিয়া ৩৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি ইউক্রেন। জানা গিয়েছে, ইউক্রেনের উদ্দেশে শয়ে শয়ে ট্যাঙ্ক ও নতুন বাহিনী পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে রুশ ড্রোন হামলার ফলে ইউক্রেনে সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। বেশ কিছুদিন ধরেই এহেন পরিকল্পনা করে হামলা চালাচ্ছে রুশ সেনা। বৃহস্পতিবারের হামলার পরেও রাশিয়ার তরফে বলা হয়েছিল, সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায়নি তারা। বরং তাদের লক্ষ্য ইউক্রেনের নানা পরিকাঠামো ধ্বংস করা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলার জেরে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শীতের মরশুম শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবার উপরে বারবার হামলা চালিয়েছে রাশিয়া। আগামী দিনেও এই হামলা চলবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: স্বামীকে সুপারি দিয়ে খুন করিয়ে সাজানো আত্মহত্যার ‘নাটক’! গ্রেপ্তার গৃহবধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement