shono
Advertisement

ভারত-পাক ইস্যুতে আলোচনা নয়, পাক দাবি খারিজ রাশিয়ার

সার্জিক্যাল স্ট্রাইক সরাসরি সমর্থন করার পর ফের পাকিস্তানকে ধাক্কা দিল রাশিয়া৷ The post ভারত-পাক ইস্যুতে আলোচনা নয়, পাক দাবি খারিজ রাশিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:48 PM Oct 05, 2016Updated: 09:18 AM Oct 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা পরিষদে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি উত্তেজনা নিয়ে কোনও আলোচনা হচ্ছে না বলে সাফ জানালেন রাষ্ট্রসংঘে রাশিয়ার দূত ভিতালি চুরকিন৷ উল্লেখ্য, রোটেশন পতিতে অক্টোবর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি হচ্ছে রাশিয়া৷ সেই সূত্রে চুরকিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বারবার জানান, “না, না, দুঃখিত৷ এখন নয়৷ কিছুতেই নয়৷ আমরা ওই আলোচনাতেই যাচ্ছি না৷” সাংবাদিকদের প্রশ্ন ছিল, কাশ্মীর এবং ভারত-পাক উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা চাইছে পাকিস্তান৷ কারণ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিবাদে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করছে পাকিস্তান৷ তাই পাকিস্তানের দাবি মেনে কোনও  প্রস্তাব আনা হচ্ছে বা আলোচনা হচ্ছে কি না? জবাবে পাকিস্তানের দাবিকে উড়িয়ে দিয়ে রুশ দূত চুরকিন ওই কথাগুলি বলেন৷

Advertisement

চুরকিনকে পালটা প্রশ্ন করা হয়, পাকিস্তানের প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করতে রাশিয়া আগ্রহী নয় কেন? তখন রুশ দূত বলেন, “আপনারা সবাই জানেন, বিষয়টিতে অনেক ইস্যু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে৷ এভাবে একতরফা এই বিষয়টি তোলা সম্ভব নয়৷ তাতে পরিস্থিতি আরও জটিল হবে৷ আমরা সেটা এখনই চাইছি না৷” চুরকিনের ইঙ্গিত, নিরাপত্তা পরিষদ এখন সিরিয়ার যুদ্ধ, রুশ জোট ও মার্কিন জোটের মধ্যে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি, দক্ষিণ চিন সাগর, জলবায়ু চুক্তি, ইউরোপে শরণার্থী সমস্যাগুলির মতো বিষয় নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী৷ ফলে সেখানে জায়গা পাচ্ছে না ভারত-পাক উত্তেজনার ঘটনাবলি৷ ফলে সার্জিক্যাল স্ট্রাইক সরাসরি সমর্থন করার পর ফের পাকিস্তানকে ধাক্কা দিল রাশিয়া৷ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী দূত সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের বিরু‌দ্ধে রাষ্ট্রসংঘে জোরালো লবি করার চেষ্টা চালিয়েছিল পাকিস্তানি  কূটনীতিকরা৷ কিন্তু তাঁদের আপত্তি ও দাবিকে উড়িয়ে দিয়েছে সবাই৷ অ্যনদিকে, আমেরিকা বলেছে, সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানের সামরিক কর্তাদের মধ্যে নিয়মতি বার্তা বিনিময় জরুরি৷ মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র এলিজাবেথ ত্রূদেউ বলেছেন, দু’দেশের সেনাবাহিনী প্রতিনিয়ত নিজদেরে মধ্যে কথা বলুক৷ পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে বার্তা বিনিময় করুক৷ এতে ভুল বোঝাবুঝি ও পারস্পরিক সন্দেহ দূর করা যাবে৷ কারণ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতি ও শান্তি যাতে দীর্ঘস্থায়ী হয় সেই চেষ্টাই করছে আমেরিকা৷

 

The post ভারত-পাক ইস্যুতে আলোচনা নয়, পাক দাবি খারিজ রাশিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement