shono
Advertisement

ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা রাশিয়ার, ঝাঁকে ঝাঁকে আছড়ে পড়ল ‘মৃত্যুদূত’!

যুদ্ধের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া।
Posted: 03:50 PM Nov 25, 2023Updated: 03:50 PM Nov 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে চলছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। যদিও শুক্রবার সাময়িক যুদ্ধবিরতির পথে হেঁটেছে ইজরায়েল। কিন্তু জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংঘাত। শনিবার কিয়েভে সবচেয়ে ভয়ংকর ড্রোন হামলা চালাল রাশিয়া। সবমিলিয়ে ৭৫টি ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনের দুটি অঞ্চলে। এমনই দাবি ইউক্রেনের।

Advertisement

ইউক্রেনের বায়ুসেনা টেলিগ্রামে একটি পোস্ট করেছে। সেখানে দাবি করা হয়েছে, ‘সবমিলিয়ে ৭৫টি শাহেদ ড্রোন হামলা চালিয়েছে। প্রিমর্সকো-আখতার্সক ও কুর্সক অঞ্চলে ড্রোনগুলো আছড়ে পড়েছে। রাশিয়ার প্রাথমিক লক্ষ্য অবশ্য ছিল কিয়েভ।’ সেই সঙ্গে ইউক্রেনের দাবি, ড্রোনের সংখ্যার নিরিখে থেকে এটাই সবচেয়ে বড়।

[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]

প্রসঙ্গত, এমাসে এই নিয়ে চতুর্থবার কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া। হামলায় অন্তত দুজনের আহত হওয়ার কথা জানা গিয়েছে। বহু জায়গায় আগুন লেগে গিয়েছে। তবে ৭১টি ড্রোনকেই ধ্বংস করে দেওয়া গিয়েছে বলেও দাবি কিয়েভের। প্রসঙ্গত, এই শাহেদ ড্রোন আসলে কামিকাজে ড্রোন। যা ইউক্রেনকে (Ukraine) সরবরাহ করছে ইরান (Iran)।

রাশিয়ার (Russia) সঙ্গে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পরে দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। রণক্ষেত্রের ছবি বদলে মস্কোকে পালটা মার দিয়ে হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে কিয়েভ। জেলেনস্কি বাহিনীকে চাপে ফেলতে যুদ্ধের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া।

[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement