সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সেনা ও আসাদ বাহিনীর হাতে প্রবলভাবে নাস্তানাবুদ হয়ে ঐতিহাসিক পামিরা শহর ছেড়ে পালিয়েছিল ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা। তবে ওই শহর পূণরায় দখল করতে মরিয়া তারা। কিন্তু জঙ্গি গোষ্ঠীটির এই চেষ্টায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পামিরা শহরের পাশে জমায়েত হওয়া আইএস জঙ্গি ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে ভয়ানক মিসাইল হামলা চালিয়েছে রুশ নৌসেনা।
[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]
জানা গিয়েছে, ভূমধ্যসাগর থেকে রুশ রণতরী ও সাবমেরিন ওই মিসাইল হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রুশ নৌসেনার ‘এডমিরাল এসেন’ নামের ফ্রিগেট ও ‘ক্রাসনডার’ নামের সাবমেরিন দুরপাল্লার মিসাইল হামলা চালিয়ে একাধিক আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ওই হামলায় সিরিয়ার রাকা থেকে পামিরায় এসে ঘাঁটি গড়ে তলার চেষ্টা করা একদল জঙ্গি নিহত হয়েছে। তবে ওই হামলার আগে আমেরিকা ও তুরস্ককে জানানো হয়েছিল বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক।
[সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী]
গত বছর মার্চ মাসে রুশ সমর্থিত আসাদ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়ে পামিরা ছেড়ে পালিয়ে যায় আইএস। তার কয়েকমাস পরেই আবার পামিরা দখল করে জঙ্গিগোষ্ঠীটি। অবশেষে চলতি বছরের মার্চ মাসে ফের আইএসের হাত থেকে পামিরা ছিনিয়ে নেয় আসাদ বাহিনী। উল্লেখ্য, গত মাসেই সিরীয় সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল হানা চালায় আমেরিকা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এবার বিশ্বের মানচিত্র থেকে জঙ্গি সংগঠনটিকে একেবারে মুছে ফেলতে আমেরিকার সঙ্গে যোগ দেয় ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)।
[ভারতে নিজেকে বেশি নিরাপদ মনে হয়, জানালেন পাকিস্তানি ফ্যান ‘চাচা শিকাগো’]
The post আইএস ঘাঁটি গুঁড়িয়ে দিল বিধ্বংসী রুশ মিসাইল appeared first on Sangbad Pratidin.