সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথমবার। রুশ চপারকে গুঁড়িয়ে দিল ইউক্রেনের ড্রোন। বছরের শেষদিন জোর ধাক্কা খেলেন পুতিন। কৃষ্ণসাগরের উপর দিয়ে উড়ন্ত রুশ Mi-8 চপারকে ধ্বংস করল ইউক্রেনের নৌবাহিনীর বিশেষ ড্রোন মাগুরা V5। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে ভিডিও।
ভিডিওয় দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার উড়ছে। অন্ধকার আকাশে উজ্জ্বল চেহারা তার। আচমকাই ঝলসে উঠল মিসাইল। আর সেই মিসাইলের ধাক্কায় ক্রমশ নিম্নমুখী রুশ চপারটি। শোনা গিয়েছে চালকের গলা, ''৪৮২, আমি আক্রান্ত, নিচের দিকে যাচ্ছি। বিস্ফোরণ ঘটেছে, আমাকে ধাক্কা দিয়েছে। জল থেকে আক্রমণ করা হয়েছে। আর তারপরই একটা ঝলক! আমি দেখিনি সেটা কোথায় গেল। কিন্তু প্রথমটাই আমাকে সরাসরি ধাক্কা দিয়েছে। এবং কাছাকাছি কোথাও ফেটে গিয়েছে। আমি হেলিকপ্টারে বসেই টের পাচ্ছি। বেশ কিছু সিস্টেম অকেজো হয়ে গিয়েছে।''
উল্লেখ্য, ৩ বছর পূর্ণ হতে চললেও এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও রকম রফাসূত্র মেলেনি। উলটে যত দিন যাচ্ছে আরও ভয়ংকর রূপ নিচ্ছে দুদেশের সংঘাত। কোনও পক্ষই একে অপরকে একচুলও জমি ছাড়তে নারাজ। লড়াইয়ে শুরুতে বিপাকে পড়লেও কাউন্টার অফেন্সিভে রণক্ষেত্রের চেনা ছবি বদলে দিয়েছে ইউক্রেনীয় ফৌজ। রুশবাহিনীর প্রতিটা হামলার কড়া জবাব দিচ্ছে তারা। আর এবার তারা গুঁড়িয়ে দিল রুশ চপারও।
গত সোমবারই ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করতে রেকর্ড ২.৫ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সাহায্যের ঘোষণা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এমন ঘোষণায় ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর খোঁচা, মার্কিনদের করের টাকা এভাবে ব্যবহার করা হবে কেন। উলটে তাঁর দাবি তিনি মসনদে বসলে, দ্রুত রাশ টানবেন লড়াইয়ে। সেই সঙ্গেই ট্রাম্পের ইঙ্গিত, ইউক্রেনের পাশে আমেরিকা হয়তো আর দাঁড়াবে না। সেক্ষেত্রে যুদ্ধের রং ফের বদলাতে পারে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।