সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট পদ থেকে মহম্মদ মুইজ্জুকে সরাতে ভারতের শরণাপন্ন হয়েছিল বিরোধীদল। এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের তরফে। প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের সরকার ফেলতে ভারতের কাছে ৬ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে সেখানকার বিরোধীদল 'মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি' (MDP)। যদিও ভারত সেই ষড়যন্ত্রে সামিল হয়েছিল কিনা তা স্পষ্ট করা হয়নি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে এই ষড়যন্ত্র রচিত হয়। মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে পরিকল্পনা ছিল পার্লামেন্টের ৪০ জন সদস্যকে ঘুষ দেওয়ার। এই তালিকায় ছিল মুইজ্জুর নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও। যদিও শেষ পর্যন্ত মুইজ্জুর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ ভোট জোগাড় করতে ব্যর্থ হয় বিরোধী শিবির। যদিও মার্কিন সংবাদমাধ্যমের এমন দাবি ভিত্তিহীন বলে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ। তিনি বলেন, মুইজ্জুর বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের অভিযোগ পুরোপুরি মিথ্যে। এবং ভারত এই ধরনের পদক্ষেপকে কখনই সমর্থন করবে না। কারণ তারা মলদ্বীপের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করে।
মার্কিন সংবাদমাধ্যমের তরফে আরও জানানো হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে দফায় দফায় ভারতের 'র' (RAW) এজেন্টদের সঙ্গে বৈঠক হয় মালদ্বীপের বিরোধী দলের নেতাদের। প্রায় মাসখানেক এই বিষয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় কারণ পার্লামেন্টে যথেষ্ট পরিমাণ সংখ্যা যোগাড় করতে পারেনি বিরোধী শিবির। তবে এই ষড়যন্ত্রে ভারত সরকারের মদত ছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ওয়াশিংটন পোস্টের দাবি, দুই নাম প্রকাশে অনিচ্ছুক মালদ্বীপের কর্মকর্তা তাদের কাছে এই তথ্য প্রকাশ করেছে। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।