shono
Advertisement

পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে বাড়ছে আতঙ্ক! কোন আশঙ্কা রাশিয়ার?

গত মাসেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে।
Posted: 06:52 PM Apr 25, 2023Updated: 06:52 PM Apr 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে। ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত তিনি। এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে রাশিয়া। কিন্তু জানা যাচ্ছে, ভিতরে ভিতরে তটস্থ রয়েছে মস্কো। যে কোনও সময় পুতিনের গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে সেদেশের রাজনৈতিক মহলে ঝড় উঠতে পারে।

Advertisement

মাসখানেক আগেই পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তখন থেকেই প্রশ্ন উঠেছে, আদপে কি গ্রেপ্তার করা যাবে পুতিনকে? বিশেষজ্ঞদের মতে, পুতিনের বিরুদ্ধে যতই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক, নিজের দেশে তাঁর গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও আইসিসির অন্তর্ভুক্ত ১২৩টি দেশের যে কোনও দেশে পুতিন গেলেই তিনি গ্রেপ্তার হতে পারেন। খাতায় কলমে তেমন সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে। কিন্তু আইসিসির নিজস্ব কোনও পুলিশ বাহিনী না থাকায় পুতিনকে গ্রেপ্তার করতে হবে সেই দেশগুলির পুলিশকেই। যা সচরাচর দেখা যায় না। পুতিন একটি রাষ্ট্রের প্রধান। কূটনৈতিক দিক দিয়ে দেখলে তিনি কোনও দেশে এলে তাঁকে সেই দেশের পুলিশের পক্ষে গ্রেপ্তার করা তাই কার্যত অসম্ভব।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

তবুও তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় অন্য আশঙ্কা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, যে একচেটিয়া ক্ষমতা ভোগ করে পুতিন তা ব্যাহত হতে পারে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রুশ প্রশাসনের সঙ্গে যুক্ত সাতজন তাঁদের এমনই আশঙ্কার কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে এও দাবি করা হয়েছে, আপাতত পুতিন রাশিয়ার বাইরে বড় একটা যাবেন না। গ্রেপ্তারির জটিলতা থাকলেও দেশ ছেড়ে এই মুহূর্তে অন্য দেশে যাওয়ার ঝুঁকি খুব বেশি নেবেন না পুতিন।

[আরও পড়ুন: মোবাইল মুখের কাছে আনতেই ভয়াবহ বিস্ফোরণ, কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement