সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকাকে চাপে ফেলতে এবার উত্তর কোরিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে রাশিয়া! কিমের দেশের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় উদ্যোগী হয়েছে রুশ প্রশাসন। সোমবার দক্ষিণ কোরিয়ার এক সংবাদ সংস্থা সূত্রে উঠে এসেছে এমনই তথ্য। এমনকী শুধু উত্তর কোরিয়াই নয় এই মহড়ায় চিনের যোগদানও চাইছে রাশিয়া বলে খবর।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ সূত্রে খবর, রাশিয়ার তরফে উত্তর কোরিয়ার কাছে যৌথ নৌ-মহড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই কোরীয় যুদ্ধাবসানের ৭০ বছর উপলক্ষে ভিক্টরি ডে-তে রাশিয়া ও চিনকে আমন্ত্রণ জানিয়েছিল উত্তর কোরিয়া। সে সময় দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেই সফরেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের কাছে ত্রিমুখী নৌ-মহড়ার প্রস্তাব রেখেছিলেন শোইগু। তবে কবে, কোথায়, কীভাবে এই মহড়া চালানো হবে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
[আরও পড়ুন: দিল্লিতে G-20 সম্মেলনে থাকছেন না জিনপিং, খবর শুনে ‘অসন্তুষ্ট’ বাইডেন]
জানা গিয়েছে, গত মাসে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, শোইগু তাঁর সফর চলাকালীন রাশিয়ার জন্য উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ কেনার বিষয়ে আলোচনা করেছিলেন। ফলে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের যে মজবুত সম্পর্ক রয়েছে তা আরও দৃঢ় হচ্ছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকার।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে সংঘাত আরও তীব্র হয়েছে আমেরিকার। তার মাঝেই কিমের আমন্ত্রণে শোইগুর সে দেশে যাওয়ার ‘কূটনৈতিক তাৎপর্য’ অত্যন্ত গভীর বলে মনে করেছিল ওয়াকিবহাল মহল। এমনকী দু’দেশের বৈঠকের পর কিমের হাতে পুতিনের চিঠি তুলে দিয়েছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। পালটা, প্রেসিডেন্ট পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন কিম। ফলে দুই দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ক যে নতুন মাত্রা পাবে তা বোঝাই গিয়েছিল।