shono
Advertisement

‘কিছুই বদলাবে না’, ম্যাপ বিতর্কে ভারতের পাশে দাঁড়িয়ে চিনকে তোপ রাশিয়ার!

কী বার্তা দিতে চাইছে মস্কো?
Posted: 12:50 PM Sep 02, 2023Updated: 12:50 PM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবি করলেই কিছু বদলাবে না। মত ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপোভের। ফলে, চিনের নতুন ম্যাপ বিতর্কে এবার ভারতের পাশেই দাঁড়িয়েছে রাশিয়া বলে মনে করছেন বিশ্লেষকরা। জি-২০ সম্মেলনের আবহে মস্কোর এই পদক্ষেপে চাপ বাড়ছে জিনপিং প্রশাসনের। 

Advertisement

উল্লেখ্য, গত ২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করে চিন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। এমনকী আকসাই চিনও নাকি তাদের, দাবি বেজিংয়ের। এরপরই জিনপিং প্রশাসনের নিন্দায় সরব হয় মোদি সরকার। চিনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, এইরূপ ম্যাপ প্রকাশই চিনের অভ্যাস। ভারতের এমন কটাক্ষের পর পালটা আক্রমণ করে চিনের বিদেশমন্ত্রক জানায়, ”আমরা আমাদের ভূখণ্ডের সীমানা সম্পর্কে ওয়াকিবহাল। আইন মেনেই নতুন ম্যাপ তৈরি করা হয়েছে। এই নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই।” এরপরই স্নায়ুযুদ্ধ আরও তীব্র হয়েছে দু’দেশের মধ্যে।

[আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া, কী বলছে মস্কো?]

শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে সংবাদ সংস্থা এএনআইর প্রশ্নের উত্তরে আলিপোভ বলেন, “চিনের ম্যাপ প্রকাশে কোনও কিছুই বদলাবে না। আশা করছি আগামিদিনে ভারত ও চিন নিজেদের সমস্যার সমাধান করে নেবে।

এদিন গালওয়ান সংঘর্ষ নিয়েও কথা বলেন আলিপোভ। তিনি আরও বলেন, “রাশিয়া, চিন ও ভারতের মধ্যে ত্রিস্তরীয় আলোচনার ব্যবস্থা রয়েছে। ২০২০ সালের আগে তা খুবই সক্রিয় ছিল। তবে গালওয়ান সংঘর্ষের পরে দুই পড়শি দেশের মধ্যে গোটা আলোচনা প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে বলে আমরা আশাবাদী। এই ত্রিস্তরীয় আলোচনা ব্যবস্থার মাধ্যমে দুই দেশ নিজেদের মতানৈক্য দূর করতে পারবে বলেই আমরা বিশ্বাসী।”

প্রসঙ্গত, চিনের ম্যাপ বিতর্কে সমর্থন বাড়ছে ভারতের। এ নিয়ে মোদি সরকারের পাশে দাঁড়িয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স ও ব্রুনেই। চিনের নতুন মানচিত্রের তীব্র বিরোধিতা করে সরব হয়েছে এই চার দেশ। এবার কমিউনিস্ট দেশের বিরুদ্ধে বন্ধু পুতিনের সমর্থন পেলেন প্রধানমন্ত্রী মোদি। ফলে জি-২০-র মঞ্চে চিনকে কোণঠাসা করতে শক্তি বাড়ছে ভারতের।

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনের আগেই মোদি-বাইডেন বৈঠক, জানাল হোয়াইট হাউস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement