shono
Advertisement

Breaking News

Russia-Ukraine War: কবে থামবে যুদ্ধ? সমাধান সূত্র খুঁজতে আলোচনার টেবিলে রাশিয়া-ইউক্রেন, শুরু বৈঠক

আলোচনার টেবিলে বসে যুদ্ধ থামে কিনা, সেটাই এখন দেখার।
Posted: 05:03 PM Feb 28, 2022Updated: 05:03 PM Feb 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনের রাস্তায়। জয়-পরাজয়, লাভ-লোকসান নিয়ে দাবি-পালটা দাবি চলছেই। এমন যুদ্ধের আবহে শান্তি চেয়ে আলোচনার টেবিলে বসল যুযুধান দু’পক্ষ। সোমবার দুপুরে বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শুরু হল বৈঠক। আলোচনার টেবিলে বসে যুদ্ধ থামে কিনা, সেটাই এখন দেখার।

Advertisement

জানা গিয়েছে, দুই পক্ষের উচ্চপদস্থ কর্তারা বসেছেন বৈঠকে। ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ, শাসকদলের প্রধান ডেভিড আরাখামি-সহ একাধিক ব্যক্তিত্ব। এখনই যুদ্ধবিরতি কার্যকর করা, রুশ আগ্রাসন বন্ধ করাই ইউক্রেনের মূল লক্ষ্য। অন্যদিকে ইউক্রেনকে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো গোষ্ঠীতে যোগ দেওয়া থেকে বিরত রাখাই মস্কোর পাখির চোখ। কার উদ্দেশ্যপূরণ হয়, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: পরপুরুষে মজেছেন স্ত্রী, প্রতিশোধ নিতে খুনের পর দেহ ২১ টুকরো করে ডোবায় ফেলল স্বামী]

এদিকে ইউরোপ এবং আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। SWIFT ব্যবস্থা থেকে বাদ পড়েছে মস্কো। যার দরুন বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে সোমবার শেয়ার বাজার বন্ধ রাখতে হয়েছে তাদের। গত কয়েকদিন ধরেই অর্থনীতিতে ডামাডোল চলছিল। এদিন তো শেয়ার মার্কেট বন্ধ রাখতে হয়। রাশিয়ার সংবাদমাধ্যম আর্টি, স্পুটনিককে নিষিদ্ধ করেছে ইউরোপের একাধিক দেশ। ধাক্কা খেয়েছে রুশ রপ্তানি শিল্পও। উপরন্তু রয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতি। পরিস্থিতি সামাল দিতে এবার আলোচনার টেবিলে বসল রাশিয়াও।

 

এদিকে যুদ্ধের আবহে ইউরোপীয় ইউনিয়নের স্থানীয় সদস্যপদ চেয়েছে ইউক্রেন। এদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদমির জেলেনস্কি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের কাছে আমার আবেদন, বিশেষ ব্যবস্থার মাধ্যমে জরুরি ভিত্তিতে আমাদের সদস্যপদ দেওয়া হোক। সকল ইউরোপিয়দের সঙ্গে একপদে বসতে চাই।” এর মধ্যেই আলোনার টেবিলে বসল রাশিয়া এবং ইউক্রেন।

[আরও পড়ুন: প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনেই ক্ষিপ্ত প্রেমিক, তরুণীকে খুন করে আত্মঘাতী তরুণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement