shono
Advertisement

আমেরিকা, দক্ষিণ কোরিয়াকে ‘কড়া বার্তা’! কিমের দেশে আমন্ত্রিত রাশিয়া, চিন

যুদ্ধাবসানের ৭০ বছর উপলক্ষে ওই দুই দেশকে আমন্ত্রণ জানিয়েছেন কিম।
Posted: 05:02 PM Jul 25, 2023Updated: 05:02 PM Jul 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ার (South Korea) জেজু দ্বীপে মার্কিন (US) পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ ‘ইউএসএস অ্যানাপোলিস’ পৌঁছতেই পালটা চমক উত্তর কোরিয়ার (North Korea)। এবার তারা আমন্ত্রণ জানাল রাশিয়া ও চিনকে। আগামী ২৭ জুলাই কোরিয়া যুদ্ধাবসানের ৭০ বছর উপলক্ষে ওই দুই দেশকে আমন্ত্রণ জানিয়েছেন কিম। এই আমন্ত্রণের ‘কূটনৈতিক তাৎপর্য’ অত্যন্ত গভীর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

অতিমারীর সময় থেকেই সমস্ত বিদেশি অতিথিদের প্রবেশ নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। এবার রাশিয়া ও চিনকে আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে সেই নিষেধাজ্ঞা উঠল। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ডুবোজাহাজ ঢোকার পরই দু’টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে কিমের দেশ। আর তারপরই তাদের তরফে চিন ও রাশিয়াকে এই আমন্ত্রণ। কার্যতই আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে ‘বার্তা’ দিতেই এই আমন্ত্রণ। তেমনটাই মনে করা হচ্ছে। রুশ (Russia) প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি উত্তর কোরিয়ায় যাবেন। পাশাপাশি চিনের সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের প্রতিনিধি দল পাঠানোর জন্য।

[আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য! শিক্ষাদপ্তরকে ৫০ হাজার টাকা জরিমানা হাই কোর্টের]

প্রসঙ্গত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের বিপুল সম্ভার গড়ে তুলেছে উত্তর কোরিয়া। আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কমিউনিস্ট দেশটি, এমনও শোনা যায়। এই পরিস্থিতিতে নতুন করে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। এতে ‘সিঁদুরে মেঘ’ দেখছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: মণিপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামছে মহিলা তৃণমূল, একমাস জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement