shono
Advertisement

Breaking News

শত্রু কৌশল কার্যকরী করা যাবে না, প্রিগোজিনের অভ্যুত্থানের পর রুশ সেনাকে বার্তা শোইগুর

সেনাবাহিনীর সঙ্গে জরুরি আলোচনা করেছেন সের্গেই শোইগু।
Posted: 04:19 PM Jun 26, 2023Updated: 04:19 PM Jun 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় (Russia) গৃহযুদ্ধের পর প্রথমবার দেখা গেল রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে (Sergei Shoigu)। সোমবার দেশের সেনাবাহিনীর সঙ্গে দেখা করেছেন তিনি। সেনাকে সাফ বার্তা দিয়েছেন, আগেভাগেই শত্রুদের পরিকল্পনা জেনে ফেলতে হবে। কোনওভাবেই যেন শত্রুদের কৌশল কার্যকরী না হয়, সেদিকে নজর রাখতে সামরিক কর্তাদের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রতিরক্ষামন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, বিশেষজ্ঞদের অনুমান শোইগুকে পরাস্ত করতেই দেশজুড়ে বিদ্রোহের ডাক দিয়েছিলেন রাশিয়ার ভাড়াটে সেনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

Advertisement

রাশিয়ার সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ওয়েস্টার্ন মিলিটারির শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করেন শোইগু। ইউক্রেনের রণকৌশল থেকে শুরু করে দেশের সুরক্ষা, প্রত্যেক বিষয় নিয়েই রিপোর্ট জানতে চান তিনি। জানা গিয়েছে, সেনাকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সাফ বলেছেন, শত্রুপক্ষের কৌশল আগে থেকে জেনে ফেলতে হবে। তাছাড়াও শত্রুরা যেন দেশের ক্ষতি করতে কোনও পরিকল্পনা কাজে লাগাতে না পারে, সেদিকে সেনাকে কড়া নজর রাখতে বলেছেন শোইগু। তবে রুশ মন্ত্রী কোথায় গিয়েছিলেন, তা নিয়ে অবশ্য কিছুই জানা যায়নি।

[আরও পড়ুন: কেরলের পর ছত্তিশগড়, প্রকাশ্যে সুদীপ্ত সেনের মাও আন্দোলন প্রেক্ষাপটে ছবির পোস্টার]

প্রসঙ্গত, শোইগুকে কাঠগড়ায় তুলেই বিদ্রোহের ডাক দিয়েছিলেন ভাড়াটে সেনার প্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধে বিশেষ ভূমিকা রয়েছে এই ওয়াগনার বাহিনীর। রুশ কূটনীতিকদের একাংশের মতে, এই বাহিনী ছাড়া ইউক্রেন দখল করা রুশ সেনার পক্ষে অসম্ভব। এহেন পরিস্থিতিতে ওয়াগনারের আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে রুশ সরকারের বিরুদ্ধে। তার জেরেই গত শনিবার দেশজুড়ে যুদ্ধের ডাক দেন প্রধান প্রিগোজিন। তবে শেষ পর্যন্ত মস্কো অভিযান বাতিলের ডাক দেন ওয়াগনার প্রধান।

গত দু’দিনের রাজনৈতিক ডামাডোলের পরেই শোইগুর সফর নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। শত্রুপক্ষ বলতে রুশ প্রতিরক্ষামন্ত্রী কার কথা বলতে চেয়েছেন, তা নিয়েও প্রশ্ন থাকে। ইউক্রেন তথা পশ্চিমি দুনিয়া, নাকি নিজের দেশের ভাড়াটে সেনা-কার দিকে আঙুল তুলছেন শোইগু? আলোচনা ওয়াকিবহাল মহলে।

[আরও পড়ুন: এখনই বন্ধ হোক পঞ্চায়েত ভোট, জারি হোক জরুরি অবস্থা! আরজি জানিয়ে হাই কোর্টে মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement