সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর কম্বলে প্রস্রাবের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শংকর মিশ্রকে। এর মধ্যেই ফের বিমানের ভিতরে অভব্যতার ঘটনা সামনে এল। ‘গো ফার্স্ট’-এর (Go First) এক মুম্বই-গোয়াগামী উড়ানে এই অভিযোগ ওঠে দুই রাশিয়ানের (Russian) বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
ঠিক কী অভিযোগ? এক যাত্রীর কথায়, ”ওঁদের মধ্যে একজন বিমান ওড়ার আগে সেফটি ব্রিফিংয়ের সময় এক ক্রু সদস্যকে তাঁর পাশে বসতে বলেন। অশ্লীল কথা বলতে থাকেন। আরও অনেক কিছুই করেন যা মুখে প্রকাশ করা যায় না। পরে দু’জনকেই নামিয়ে দেওয়া হয়। ওঁরা দু’জনই রাশিয়ান। তাঁরা রীতিমতো তুরীয় অবস্থায় ছিলেন (মদ্যপ নয়)।”
[আরও পড়ুন: মন্তব্যে সাম্প্রদায়িকতার বিষ! প্রজ্ঞা ঠাকুরের শাস্তির দাবিতে খোলা চিঠি শতাধিক প্রাক্তন আমলার]
জানা গিয়েছে, ওই দুই যাত্রীর অভব্যতায় অন্য যাত্রীরাও সমস্যায় পড়েছিলেন। তাঁরা অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। যদিও ক্রু সদস্যরা প্রথমে অভিযুক্তদের ভদ্র আচরণ করার কথা বলছিলেন। কিন্তু পরে পরিস্থিতি আরও খারাপ হলে বাকি যাত্রীদের অনুরোধে তাঁদের নামিয়ে দেওয়া হয়। যা দেখে আনন্দে হাততালি দিয়ে ওঠেন বাকিরা। অভিযুক্তদের বিমান বন্দরের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে অভব্য আচরণ করা ব্যক্তিকে গতকাল, শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে। গত ২৬ নভেম্বর আমেরিকা থেকে দিল্লিতে ফিরছিলেন ৭০ বছর বয়সি বৃদ্ধা। এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানের বিজনেস ক্লাসে আচমকাই তাঁর গায়ে প্রস্রাব করেন শংকর মিশ্র। অধিকাংশ যাত্রী ঘুমন্ত থাকার কারণে ঘটনাটি সকলের নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে তাঁরা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। কিন্তু পরে বিষয়টি প্রকাশ্যে এলে বিতর্ক ঘনিয়ে ওঠে। আসরে নামে ডিজিসিএ। তাঁর উপর ৩০ দিনের জন্য উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা। সেই অভিযোগের ভিত্তিতেই শংকরকে গ্রেপ্তার করা হল। তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।