shono
Advertisement

Russia-Ukraine Conflict: এখনও অধরা রাজধানী কিয়েভ, ইউক্রেনের গ্যাস পাইপলাইন ওড়াল ‘হতাশ’রুশ বাহিনী

রাশিয়ার নজরে গ্যাসের পাইপলাইন এবং তেল ভাণ্ডার।
Posted: 11:00 AM Feb 27, 2022Updated: 06:38 PM Feb 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ দিনে পা রাখল ইউক্রেন-রাশিয়ার (Russia-Ukraine Conflict) যুদ্ধ। অথচ এখনও রাজধানী কিয়েভ দখল করতে পারেনি পুতিন বাহিনী। প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনা। এর মাঝেই ফের মিসাইল হানা চালাল রাশিয়া। ইউক্রেনকে বিধ্বস্ত করাই উদ্দেশ্য রাশিয়ার। এবার তাদের নজরে গ্যাসের পাইপলাইন এবং তেল ভাণ্ডার।

Advertisement

রবিবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, খারকভ শহরের গ্যাস পাইপলাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। বিস্ফোরণও ঘটেছে। তবে তার জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব এখনও স্পষ্ট নয়। খারকভ শহরবাসীর জন্য ওই পাইপলাইনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে খবর। বিস্ফোরণের পর কালো মেঘে ঢেকেছে গোটা এলাকা। বিস্ফোরণের ফলে শহরে দূষণ ছড়াবে যার জেরে অসংখ্য প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাজধানী কিয়েভে ইউক্রেনের তেলভাণ্ডারেও হামলা করেছে রুশ বাহিনীও।

 

[আরও পড়ুন: সদ্যোজাত সন্তানকে হারানোর পরেও দুরন্ত শতরান! বিষ্ণু সোলাঙ্কির ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া]

শেষ পাওয়া খবর অনুযায়ী, আকাশপথে মুহুর্মুহু হামলা চালাচ্ছে রাশিয়া। কিয়েভ এবং খারকভের রাস্তায়ও জোরদার যুদ্ধ চলছে। কেউ বিনাযুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। সবমিলিয়ে চারদিন কেটে গেলেও ইউক্রেনে শান্তি ফেরার কোনও লক্ষ্মণ নেই। এ প্রসঙ্গে ইউক্রেনের পদস্থ আধিকারিক ইরিনা ভেনেদিকতোভা জানিয়েছেন, “রুশ সেনা এখনও খারকভ দখল করতে পারেনি। জোরদার লড়াই চলছে।”

বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া। শুক্রবারই রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা। গোটা শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে তারা। বোমার আঘাতে গুঁড়িয়ে যাচ্ছে বহুতল। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। অনেকেই আশ্রয় নিয়েছেন মাটির নিচে মেট্রো স্টেশন কিংবা বাঙ্কারে। তবে ইউক্রেন জুড়ে রাশিয়ান সেনার দাপাদাপি থাকলেও এখনও কিয়েভ দখল করতে পারেননি পুতিন। এর পর শনিবার রাতে ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ফেলতে নির্দেশ দিয়েছেন পুতিন। 

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ফেরত রাজ্যের পড়ুয়াদের পাশে মমতা, নিখরচায় ঘরে ফেরানোর ব্যবস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement