সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) সফর শেষ করে দেশে ফিরতেই বিশেষ উপহার পেলেন কিম জং উন (Kim Jong Un)। পাঁচটি বিস্ফোরক ড্রোনের পাশাপাশি তাঁর জন্য পাঠানো হয়েছে বুলেটপ্রুফ ওয়েস্ট। জানা গিয়েছে, রাশিয়ার এক প্রদেশের প্রধানই এই উপহার পাঠিয়েছেন উত্তর কোরিয়ার (North Korea) একনায়কের জন্য। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাশিয়া পৌঁছেছিলেন কিম। রবিবার আবার দেশে ফিরে এসেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান।
রুশ সংবাদসংস্থা টাস সূত্রে জানা গিয়েছে, চিন সীমান্ত সংলগ্ন রাশিয়ার প্রিমোরি প্রদেশের গভর্নর বিশেষ উপহার পাঠিয়েছেন কিমের জন্য। সেই তালিকায় রয়েছে পাঁচটি কামিকাজে ড্রোন ও একটি জিরান-৩৫ ড্রোন। প্রসঙ্গত, ইরানে তৈরি এই কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। ৬টি ড্রোনের পাশাপাশি কিমকে দেওয়া হয়েছে বিশেষ ধরনের বুলেটপ্রুফ জ্যাকেট। কোনও ধরনের ক্যামেরাতে এই জ্যাকেটের অস্তিত্ব ধরা পড়বে না।
[আরও পড়ুন: স্পেন সফরের মাঝেই বড় সিদ্ধান্ত, কিশোর ভারতী স্টেডিয়াম লা লিগাকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী]
দুই দেশের এই বন্ধুত্বের জেরে উদ্বেগ বাড়ছে পশ্চিমি দেশগুলির মধ্যে। বিশেষজ্ঞদের অনুমান, কিমের এই সফরেই দুই দেশের মধ্যে অস্ত্র কেনাবেচা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধে প্রায় কোণঠাসা হয়ে পড়া রুশ বাহিনী উত্তর কোরিয়ার থেকে অস্ত্র কিনতে চাইছে বলেই মত ওয়াকিবহাল মহলের। এহেন পরিস্থিতিতেই কিম বলেন, ‘পবিত্র’ যুদ্ধে নেমেছে রাশিয়া। রণক্ষেত্রে মস্কোকে সবরকম সাহায্য করবে পিয়ংইয়ং। এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে নিঃশর্তভাবে পুতিনের পাশে থাকবেন তিনি। সবমিলিয়ে পশ্চিমি দেশগুলোর আশঙ্কা, কিমের এই সফরের পরে ইউক্রেন যুদ্ধে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে রাশিয়া।
প্রসঙ্গত, , গত মাসে হোয়াইট হাউসের (White House) জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি এক প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়ায় তাঁর সফর চলাকালীন রাশিয়ার জন্য পিয়ংইয়ংয়ের থেকে গোলাবারুদ কেনার বিষয়ে আলোচনা করেছিলেন। তারপরেই ৬ দিনের জন্য রাশিয়া সফরে গিয়েছিলেন কিম। দেশে ফিরতেই তাঁর জন্য এল সামরিক উপহার। দুই দেশের এই সখ্যতা কোনদিকে গড়ায়, সেদিকে কড়া নজর থাকবে পশ্চিমি দুনিয়ার।