সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসাগরে ভেঙে পড়ল রাশিয়ান সেনাবাহিনীর বিমান৷ বিমানটিতে মোট ৯১ জন যাত্রী ছিলেন বলে জানাচ্ছে রাশিয়ান সংবাদমাধ্যাম৷ আশঙ্কা, সব যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
রবিবার রাশিয়ার কৃষ্ণসাগর সংলগ্ন সোচি থেকে বিমান উড়েছিল বলে জানা গিয়েছে৷ এরপর মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায় বিমানটি৷ওড়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডার থেকে TU-154 বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ বিমানটি সিরিয়ার লাতাকিয়া শহরের উদ্দেশ্যে উড়েছিল বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, ইরাক-সিরিয়াকে আইসিস জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে সমানে ড্রোন হামলা করছে রাশিয়ান সেনা৷
The post ৯১ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রাশিয়ান সেনা বিমান appeared first on Sangbad Pratidin.