সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে ইউক্রেনের (Ukraine) আবাসন লক্ষ্য করে মিসাইল হামলা চালাল রাশিয়া। বৃহস্পতিবার ভোররাতে লিভের (Lyiv) একটি আবাসন গুঁড়িয়ে গিয়েছে রুশ মিসাইলের আঘাতে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। অন্তত ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের তলায় এখনও অনেক মানুষ চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় প্রশাসনের অনুমান। এই হামলার পালটা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)।
জানা গিয়েছে, পশ্চিম ইউক্রেনে অবস্থিত লিভের একটি আবাসন লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। স্থানীয় সময় রাত একটা নাগাদ ইউক্রেনের দিকে উড়ে আসে ১০টি রুশ ক্যালিবার ক্রুজ মিসাইল। তার মধ্যে ৭টিকেই চিহ্নিত করে আটকে ফেলে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাকি তিনটি মিসাইল আছড়ে পড়ে আবাসনের উপর। ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে যান দুই মহিলা-সহ চারজন। জানা গিয়েছে, মৃত দুই মহিলার বয়স ২১ বছর ও ৯৫ বছর।
[আরও পড়ুন: Panchayat Poll 2023: প্রচারের শেষলগ্নে নন্দীগ্রামে কুণালের মুখোমুখি শুভেন্দু, উঠল ‘চোর’ স্লোগান]
লিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, আবাসনের অন্তত ৬০টি ফ্ল্যাট একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকেই অন্তত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই উদ্ধারকারীদের অনুমান। এখনও অনেকেই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। লিভের স্থানীয় প্রশাসনের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনবহুল এলাকায় এইভাবে মিসাইল হামলার ঘটনা ঘটেনি।
এই হামলার কড়া নিন্দা করে বার্তা দিয়েছে ইউক্রেনের প্রশাসন। জেলেনস্কি বলেন, “রাশিয়ার এই জঙ্গি কার্যকলাপের পালটা দেবে ইউক্রেন। খুব তাড়াতাড়িই কড়া জবাব দেব আমরা।” রাশিয়ার তরফে বলা হয়, সঠিকভাবেই লক্ষ্যভেদ করতে পেরেছে তাদের মিসাইল। প্রসঙ্গত, যুদ্ধের প্রথমদিকে সেভাবে লিভের উপর হামলা চালায়নি রুশ সেনা। তবে যুদ্ধ শুরুর প্রায় দেড় বছর কেটে যাওয়ার পরে লিভেও আগ্রাসন দেখাচ্ছে রাশিয়া।