সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ঈশ্বর তিনি। তাঁরই ছবি বিকৃত করে ব্যবহারের অভিযোগ উঠল গোয়ার এক ক্যাসিনোর বিরুদ্ধে। এই বিকৃত ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) টুইট করে জানিয়েছেন, ওই সংস্থা তাঁর ছবি ব্যবহার করে নিজেদের বিজ্ঞাপন করছে। টুইটারে তিনি লেখেন,’আমার লিগাল টিম এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করছে। তাও আমার মনে হয় এই বিষয়ে সকলেরই জানা উচিত।”
কী করে এই ঘটনার কথা জানলেন ‘লিটল মাস্টার’? টুইটে শচীন জানিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর বিজ্ঞাপনে তিনি দেখতে পান, তাঁর একটি বিকৃত ছবি ব্যবহার করেছে ওই ক্যাসিনো সংস্থা। টুইটের মাধ্যমে শচীন আরও জানিয়েছেন, ”আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবনে কোনদিন জুয়া, তামাক বা আ্যলকোহলের বিজ্ঞাপন করিনি।” খেলোয়াড়িজীবনে যিনি দারুণ শৃঙ্খলাপরায়ণ ছিলেন, সেই তাঁর ছবিই ব্যবহার করা হচ্ছে একটি ক্যাসিনোকে পরিচিত করার জন্য। গোটা ঘটনায় ব্যথিত শচীন টুইটারে লিখেছেন,”এটা দেখা খুবই যন্ত্রণাদায়ক যে আমার ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”
[ আরও পড়ুন :বাড়তি সুবিধা কেন পাবে মুম্বই ইন্ডিয়ান্স? আইপিএলের সূচি প্রকাশের আগেই ক্ষোভ অন্য দলগুলির]
কিন্তু কারা ঘটাল এমন ঘটনা? সূত্র থেকে জানা গিয়েছে, গোয়ার বিগ ড্যাডি নামে একটি ক্যাসিনো এই ঘটনার জন্য দায়ী। টুইটে শচীন আরও বলেছেন, ”সকলকে অনুরোধ করছি, সতর্ক থাকুন। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়ো ছবি দেখে বিভ্রান্ত হবেন না।”
কিংবদন্তি ক্রিকেটারের এই টুইটের জবাবে যদিও অনেকেই বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্মে শচীনের বিজ্ঞাপনের উল্লেখ করেছেন। প্রসঙ্গত, আজ থেকে ১২ বছর আগেই প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন ‘মাস্টার ব্লাস্টার’।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে অনুষ্ঠিত সেই ম্যাচে শেষ ওভারে গিয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন। মহেন্দ্র সিং ধোনি নামার পরে সেভাবে আর স্ট্রাইক পাচ্ছিলেন না মাস্টার। শেষ ওভারে এসে ক্রিকেট ইতিহাসে নতুন রূপকথা লেখেন শচীন। সেই স্মরণীয় দিনেই তাঁর এমন অভিজ্ঞতার কথা জেনে শচীন অনুরাগীরা ফিরে গিয়েছেন গোয়ালিয়রের সেই ম্যাচে। সেই সঙ্গে অনুরাগীরা জানিয়েছেন, তাঁর পাশে রয়েছেন মাস্টারের। কিন্তু যাঁকে দেখলে এখনও শ্রদ্ধায় মাথা নীচু করে ক্রিকেটপ্রেমীরা, এখনও যিনি অনেকের রোল মডেল, সেই শচীন রমেশ তেন্ডুলকরকে দেখতে হল এমন দিন, তা বিশ্বাস করতে পারছেন না অসংখ্য ভক্ত।
[ আরও পড়ুন :উত্তপ্ত রাশিয়ায় ইমরান, যুদ্ধ নিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ পাক প্রধানমন্ত্রীর]