সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেপটাউন টেস্টে প্রথম দিনে ২৩টি উইকেট পড়েছে। একদিনে এতগুলো উইকেট পতন দেখে রীতিমতো বিস্মিত ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ”২৪-এর ক্রিকেটের শুরুতে একদিনেই পড়ল ২৩ উইকেট। আমি বিমানে যখন উঠি, তখন দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকে টিভি খুলে দেখি দক্ষিণ আফ্রিকা তিন উইকেট খুইয়েছে। আমি তাহলে কী মিস করলাম?”
টেস্টের একদিনে ২৩ উইকেট পতন অন্যরকম শোনায়। এই টেস্ট ম্যাচ যদি বিদেশের মাটিতে না হয়ে এদেশের মাটিতে হতো, তাহলে তো উইকেট নিয়েই প্রশ্ন উঠতে শুরু করত।
[আরও পড়ুন: রিঙ্গা রিঙ্গা রোজেস, খেলার মাঠে গিল-কোহলির ছেলেখেলা! ভাইরাল ভিডিও]
দ্বিতীয় দিনেও অবশ্য প্রোটিয়া ব্রিগেডের উইকেট পতন জারি রয়েছে। ভারতীয় বোলারদের দাপট দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটারও। ভারতীয় পেসারদের এই রমরমা দেখে সানি ভাই কপিলদেব নিখাঞ্জকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রথম দিন মহম্মদ সিরাজ ৬ উইকেট নেন। তার পরই লিটল মাস্টারকে বলতে শোনা গিয়েছে, সিরাজের এহেন বিস্ফোরণের পিছনে কপিলের অবদান রয়েছে।
সেঞ্চুরিয়নের বদলা কি কেপটাউনেই নিচ্ছে ভারত? সময় এর উত্তর দেবে।
[আরও পড়ুন: প্রকাশ্যে টি-২০ বিশ্বকাপে ভারতের সূচি, কবে অভিযান শুরু মেন ইন ব্লুর?]