shono
Advertisement
Arjun Tendulkar

আগুনে ফর্মে শচীনপুত্র! এক ম্যাচে ৯ উইকেট তুলে নজর কাড়লেন অর্জুন তেণ্ডুলকর

মুম্বইয়ের হয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি খেলেন গোয়ার হয়ে।
Published By: Arpan DasPosted: 03:10 PM Sep 17, 2024Updated: 03:10 PM Sep 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বাবা ক্রিকেটের কিংবদন্তি। স্বাভাবিকভাবেই অর্জুন তেণ্ডুলকরের দিকে নজর ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। যদিও নিজেকে এখনও মেলে ধরতে পারেননি শচীনপুত্র। এবার কি সেই অধরা সাফল্যের দিকে এগোচ্ছেন অর্জুন? এক ম্যাচে ৯ উইকেট তুলে নজর কাড়লেন অলরাউন্ডার ক্রিকেটার।

Advertisement

মুম্বইয়ের হয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি খেলেন গোয়ার হয়ে। সামনেই রনজি ট্রফি। তার আগে বল হাতে আগুন ঝড়ালেন অর্জুন। কেএসসিএ আমন্ত্রণমূলক টুর্নামেন্টে গোয়ার জয়ে বড় অবদান রাখলেন। ৮৭ রান খরচ করে তিনি তুলে নিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে কর্ণাটক থেমে যায় মাত্র ১০৩ রানে। সেখানে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন অর্জুন। জবাবে গোয়া ৪১৩ রান করে।

দ্বিতীয় ইনিংসেও ঝড় তোলেন অর্জুন। মাত্র ৪৬ রান দিয়ে ৪ জনকে ফিরিয়ে দেন। তাঁর বাঁ হাতের পেস বোলিংয়ের দাপটে মাত্র ১২১ রানে থেমে যায় কর্ণাটকের ইনিংস। শচীনপুত্রের আগুনে পারফরম্যান্স আসন্ন মরশুমের আগে যে গোয়াকে ভরসা জোগাবে, সে কথা বলাই যায়। সেই সঙ্গে ২৪ বছর বয়সি তারকা ফের নিজের নাম তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট মহলে। এখনও পর্যন্ত তিনি ৪৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৮ উইকেট তুলেছেন। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২১।

আইপিএলে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ২০২৩ মরশুমে চারটি ও চলতি বছরে একটি ম্যাচ খেলেছেন। তবে সেখানেও তাঁর পারফরম্যান্স যে নজরকাড়া তা নয়। তবে গোয়ার হয়ে ৯ উইকেট যে তাঁকে ফের প্রচারের আলোয় নিয়ে আসবে, সেই কথা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর বাবা ক্রিকেটের কিংবদন্তি। স্বাভাবিকভাবেই অর্জুন তেণ্ডুলকরের দিকে নজর ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের।
  • যদিও নিজেকে এখনও মেলে ধরতে পারেননি শচীনপুত্র। এবার কি সেই অধরা সাফল্যের দিকে এগোচ্ছেন অর্জুন?
  • এক ম্যাচে ৯ উইকেট তুলে নজর কাড়লেন অলরাউন্ডার ক্রিকেটার।
Advertisement