shono
Advertisement
Saif Ali Khan

হামলার পর পাপারাজ্জি দেখলেই দূর ছাই করিনার! উলটোপথে হাঁটলেন সইফ, কী করলেন নবাব?

হামলার ঘটনার পর এই প্রথমবার মুম্বইয়ের রাস্তায় তৈমুরের হাত ধরে বেরোলেন সইফ। তারপর?
Published By: Sandipta BhanjaPosted: 06:21 PM Feb 19, 2025Updated: 06:21 PM Feb 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার পর থেকে পাপারাজ্জিদের দেখলেই দূর ছাই করেন করিনা কাপুর। সদ্য জেহর জন্মদিনেও আঙুল উঁচিয়ে ফটোশিকারিদের সতর্ক করে দিয়েছিলেন যে, "বাচ্চাদের ছবি একদম তুলবেন না।" তবে যাঁকে নিয়ে এত কাণ্ড কিংবা যাঁর জন্য ফটোশিকারিদের লেন্স থেকে শতহস্ত দূরে থাকতে চান করিনা, সেই মানুষটিই বরং পাপারাজ্জিদের দেখে উলটোপথে হাঁটলেন।

Advertisement

জানুয়ারি মাসে হামলার ঘটনার পর সইফ আলি খান এখন অনেকটাই সুস্থ। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সেই বিভীষিকাময় রাত নিয়ে মুখও খুলেছিলেন। এবার মুম্বইয়ের রাস্তায় সিংহের মেজাজে ছেলে তৈমুরের (Taimur Ali Khan) হাত ধরে দেখা গেল বলিউড নবাবকে। ফটোশিকারিদের দেখে কোনওরকম বিরক্তি নেই। বরং হাসিমুখেই অভিবাদন জানালেন সকলকে। এমনকী যে বা যাঁরা তাঁর কুশল মঙ্গল জানতে চাইলেন, তাঁদের সঙ্গেও কথোপকথনে দেখা গেল সইফকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই নবাবের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

সইফের পরনে কালো সাদামাটা টিশার্ট আর ট্রাউজার। তৈমুর পরেছিলেন তাঁর প্রিয় আর্জেন্টিনার জার্সি। বাবার হাত ধরে মুম্বই ভ্রমণে বেরিয়েছিল সে। এক চশমার দোকানের বাইরে পিতা-পুত্রকে দেখে ফটোশিকারিরা ছুটে আসেন। তবে তাঁদের দেখে বিরক্তি প্রকাশ না করে বরং হাসিমুখেই কুশল মঙ্গল বিনিময় করলেন সইফ আলি খান। যদিও সেই ভিডিওর অস্তিত্ব নেই বর্তমানে নেটপাড়ায়। কারণ করিনার কড়া নজর রয়েছে কেউ যেন জেহ-তৈমুরের ছবি বা ভিডিও তুলে নেটপাড়ায় ভাইরাল না করেন। সেইজন্যই সম্ভবত সংশ্লিষ্ট সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সইফ-তৈমুরের ওই ভিডিও।

প্রসঙ্গত, সইফ আলি খানের উপর হামলার পর পতৌদিদের বান্দ্রার বাংলো সৎগুরু শরণের উপর পাপারাজ্জিদের নজরদারি আরও বেড়েছে। শুধু সইফ-করিনা নন, তাঁদের দুই সন্তান জেহ, তৈমুরারও বরাবরই ফটোশিকারিদের লেন্সের তাকে থাকে। দুষ্কৃতী হামলার পর তা আরও বেড়েছে। তবে এমন অভ্যেসে করিনা বিরক্ত হলেও সইফ কিন্তু ভাবলেশহীন। বরং সম্প্রতি আততায়ীর প্রতি সহানুভূতি প্রকাশ করে অভিনেতা বলেছেন, "ও শুধু আমার বাড়িতে চুরি-ডাকাতি করতেই ঢুকেছিল। আর সেটাই ওর ভুল হয়ে গিয়েছে। বেচারা, ওর জীবন আমার চেয়েও বেশি বিপর্যস্ত।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামী সইফ আলি খানের উপর হামলার পর থেকে পাপারাজ্জিদের দেখলেই দূর ছাই করেন করিনা কাপুর।
  • মুম্বইয়ের রাস্তায় সিংহের মেজাজে ছেলে তৈমুরের হাত ধরে দেখা গেল বলিউড নবাবকে।
  • বিরক্তি প্রকাশ না করে বরং হাসিমুখেই কুশল মঙ্গল বিনিময় করলেন সইফ আলি খান।
Advertisement